সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২২ সালে আরো বে’ত’ন বা’ড়’বে চলতি বছরের তুলনায়: সমীক্ষা

করোনার প্রভাবে বিগত প্রায় এক বছর ধরে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। তবে এই সময়কালে স্থিতিশীলতা দেখিয়েছে ভারতের বহু সংস্থা। যার ফলে অর্থনীতির পুনরুদ্ধারের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। এতে 2021 সালের তুলনায় 2022 সালে গড় বেতন বৃদ্ধি বাড়তে চলেছে বলেই অনুমান করা হচ্ছে সমীক্ষার রিপোর্টে। AON Survey এর রিপোর্ট থেকে সম্প্রতি এমনই আভাস মিলছে।

এই সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বেতন বৃদ্ধির হার এই বছর 8.8 শতাংশ থেকে 2022 সালে আনুমানিক গড়ে 9.4 শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এদেশের বেশিরভাগ ব্যবসা সম্পর্কেই 2022 সালে বেশ আশাপ্রদ আভাস পাওয়া যাচ্ছে। 98.9 শতাংশ কোম্পানিই আগামী বছর তাদের কর্মীদের বেতন বৃদ্ধির ইচ্ছে প্রকাশ করেছে। 2021-এর 97.5 শতাংশ কোম্পানি তাদের কর্মচারীদের বেতন বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করেছে।

যার ফলে আগামী 2022 অর্থ বছরের মধ্যেই 2019-এর আর্থিক অবস্থানে ফিরে যাওয়ার আশা দেখছে সংশ্লিষ্ট সংস্থা। করোনা অতিমারীর সময়ে প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির গতি ধরে রাখতে বেশিরভাগ ভারতীয় প্রতিষ্ঠানই নতুন বিনিয়োগ করছে। সময়ের সাথে সাথে এই প্রবণতা আরো বাড়বে। যার ফলে দেশের অর্থনীতির উন্নয়ন হবে।

2022-এ প্রযুক্তি, ই-কমার্স এবং আইটি-ইএসে সর্বাধিক বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হাই-টেক/ইনফরমেশন
টেকনোলজি, ই-কমার্স এবং পেশাগত পরিষেবার মতো সেক্টরগুলিতে 10 শতাংশের বেশি বৃদ্ধি দেখানো হয়েছে। 39টি শিল্পের 1300 কোম্পানির তথ্য বিশ্লেষণ করে এই রিপোর্ট পেশ করা হয়েছে। আতিথেয়তা, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে সর্বনিম্ন বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।