সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়ান মালিক! ক্ষো’ভে ৫৫ কোটির ইয়ট ডো’বা’লে’ন ইউক্রেনের নাবিক

ইয়টের মালিক রাশিয়ান, নাবিক ইউক্রেনের। এটাই ঘটনার মূল কারণ। তাই ৫৫ কোটি টাকার ইয়ট ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলেন ইউক্রেনের এই নাবিক। বর্তমানে সারা বিশ্বজুড়ে যেটা সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে সেটা রাশিয়া ইউক্রেনের সংঘাত সম্পর্কীয় আলোচনা।

স্বাভাবিকভাবেই ইউক্রেনের সেই নাবিক দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে রাশিয়ার সেই মালিকের ইয়ট ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই কাজে তিনি সফল হননি, বরং এক নতুন বিপদের সম্মুখীন হয়েছেন। কারণ তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে, ৫৫ কোটি টাকার ইয়ট ডুবিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য।

১৫৬ ফুট লম্বা এই বিলাসবহুল ইয়ট ডুবিয়ে দিয়ে দেশের হয়ে কিছুটা হলেও রাশিয়াকে জব্দ করতে চেয়েছিলেন। ইউক্রেনের সেই নাবিক Taras Ostapchuk এই কাজ করে বসেন। বিবিসি রিপোর্ট অনুযায়ী জানা যায়, নাবিক সেই ইয়টের ইঞ্জিন রুমের ভাল্ব খুলে দেন। নাবিক Taras Ostapchuk সেই ইয়টে এক সিপ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত।

আরো পড়ুন: এতো পরিমাণ দুধ দেশের অ’ন্য কো’নো মোষ দে’য় না! রে’ক’র্ড গড়লো রেশমা

স্পেনের মালোরকা ডকে রাখা ছিল এই বিলাসবহুল ইয়টটি। ইউক্রেনের সেই নাবিক এর প্রধান উদ্দেশ্য ছিল বিলাসবহুল ইয়টটি জলে ডুবিয়ে দেওয়া। কিন্তু সেটা সে করে উঠতে পারেনি। শনিবার নাবিক Taras Ostapchuk কে গ্রেফতার করে স্পেনের সিভিল গার্ড। গতকাল রবিবার তাকে আদালতে তোলা হয়েছে।

নাবিক Taras Ostapchuk করতে গিয়ে জজকে জানিয়েছেন, এই কাজ করে তার বিন্দুমাত্র দুঃখ হচ্ছে না। তিনি স্পষ্ট ভাবে বলেছেন, এই কাজ তিনি আরও করতে চান। বলেন ভবিষ্যতে আমি সুযোগ পেলে এমন কাজ আরো করতে চাই। কারণ আমার মালিক একজন ক্রিমিনাল, ইউক্রেনের মানুষকে মারার জন্য সে অস্ত্র পাচার করে।