সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শাসকদলের প্রধানমন্ত্রী প’দ’প্রা’র্থী বাবুল সুপ্রিয়!

প্রথম একাদশে খেলার পাত্র বাবুল সুপ্রিয়! তিনি বিজেপি শিবির ছেড়েছিলেন এই জন্যই যে তাকে নাকি প্রথম একাদশে খেলার সুযোগ দেওয়া হয়নি! দলের প্রতি অভিমানবশত তিনি সমস্ত সুযোগসুবিধা ছেড়ে রাতারাতি চলে আসেন তৃণমূল শিবিরে। অথচ একের পর এক সুযোগ হাত থেকে বেরিয়ে যাচ্ছে তার।

তিনি তৃণমূলে যোগদান করে প্রথম 11 সদস্য হয়ে খেলতে চেয়েছিলেন। সেই থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় তাকে হয়তো তৃণমূল রাজ্যসভার সাংসদ কিংবা রাজ্যের মন্ত্রী অথবা মেয়র পদপ্রার্থী করবে। তবে একের পর এক তার হাত থেকে সমস্ত সুযোগ বেরিয়ে গেল। রাজ্যের মন্ত্রী অথবা রাজ্যসভার সাংসদ তো দূরের কথা, মেয়রের জন্য পদপ্রার্থীও করা হলো না তাকে।

Anupam Hazra criticizes BJP's stand before assembly election in West Bengal  dgtld - Anandabazar

গতকাল তৃণমূলের তরফ থেকে পুরনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে অনেকেই জায়গা পেলেও বাবুল সুপ্রিয় সুযোগ পাননি। এই নিয়ে তাকে কটাক্ষ করতে ছাড়লো না তার প্রাক্তন দল। বিজেপির নেতা অনুপম হাজরা এবার সরাসরি বাবুল সুপ্রিয়কে খোঁচা দিলেন। তিনি বাবুলকে সরাসরি কটাক্ষ্য করে টুইট করলেন।

অনুপম হাজরা লিখেছেন তিনি ভেবেছিলেন বাবুল সুপ্রিয়কে হয়তো কর্পোরেশন ইলেকশনের টিকিট দিয়ে মেয়র বানাবে তৃণমূল। তবে সেটা হয়নি। তিনি তৃণমূল এবং বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেই লেখেন তৃণমূলের হয়তো প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট প্রার্থী হবেন বাবুল সুপ্রিয়!