সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে দুই বিজেপি বিধায়কের আত্মীয় চা’ক’রি পেয়েছেন কল্যাণী AIIMS-এ

ফের আবার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তবে এবার বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগ। কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির দুই বিধায়কের ওপর। তাঁদের দুই আত্মীয়কে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করে বসে বিজেপিরই এক নেতা।

এক কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে নাকি চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়ে সেই বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল পর্যন্ত করেছেন।সূত্রের মাধ্যমে জানা গেছে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা নাকি কল্যাণী এইমসে নার্সি কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ পেয়েছে।

জানা গেছে এই চাকরি দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার সুপারিশ করেছেন। গত ১ লা এপ্রিল চাকরিতে যোগ দিয়েছেন তিনি। এখানেই শেষ নয় এর সাথে আরও জানা গেছে, চাকদহের বিধায়ক বঙ্কিম চন্দ্র ঘোষের পুত্রবধূকেও কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে।

আরো পড়ুন: GST নি’য়ে আইন তৈরিতে কেন্দ্র-রাজ্যের সমান অধিকার, জা’না’লো সুপ্রিম কোর্ট

এই ভাবে পরিবারতন্ত্রকে বিজেপি কর্মীরা ভালো চোখে দেখছে না। তাই বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সদস্য পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ইমেল করে নালিশ জানিয়েছেন। সেখানে নাকি তিনি লিখেছেন, দলের হয়ে সবাই লড়াই করছেন, দলের সমস্ত কর্মী খুন হলেন, তৃণমূলের সাথে তারা লড়াই করে যাচ্ছে।

তারা ও তাঁদের পরিবার বঞ্চিত। বিধায়ক ও সাংসাদরা দলের থেকে অনেক পেয়েছেন। এমন স্বজনপোষণ চলবে না কোনোমতেই। পার্টির যদি কেউ চাকরি পায় তাহলে নেতা কর্মীদের আগে দিতে হবে।পরে আসবে বিধায়ক সাংসদের ব্যাপার। তবে এই অভিযোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূল।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘নীলাদ্রিশেখর দানার মেয়েকে পরীক্ষা দিতে হল না, যোগ্যতা নির্ধারণ করা হল না, চাকরি দিয়ে দেওয়া হল। তাঁরাই আবার আঙুল তুলছে, তাঁদের মুখে আবার কিসের বড় বড় কথা। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছে বিজেপি ও কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছে সিপিএম।