সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একটি ক্লিকেই নথিভুক্ত করুন জন্ম-মৃ’ত্যু’র ত’থ্য, নয়া অ্যাপ আনলো রাজ্য

জন্ম মৃত্যুর সার্টিফিকেটের জন্য এখন থেকে আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্য সরকার। এবার থেকে মাত্র মাউসের এক ক্লিকেই সমস্ত তথ্য চলে আসবে কম্পিউটার স্ক্রিনে। স্টেট ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স সম্প্রতি এমনই একটি সফটওয়্যার চালু করেছে। সরকারি-বেসরকারি হাসপাতাল, মাতৃসদনে রোজ কত শিশুর জন্ম হচ্ছে? হাসপাতালে কত জন মারা যাচ্ছেন? শ্মশান বা গোরস্থানে কতজনের শেষকৃত্য হচ্ছে? এই সবকিছুর দৈনিক তথ্য এবার থেকে রাজ্য সরকারের কাছে থাকবে।

রাজ্যে জন্ম-মৃত্যু শেষকৃত্যের নথি কার্যত রাজ্য সরকারের কাছে থাকে না। কেন্দ্রের তথ্যভাণ্ডারে সে সব পাঠানো রাজ্যগুলির অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। কিন্তু বিগত দশবছর ধরে এই নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানের জন্য স্টেট ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স নিজস্ব কারিগরি সহায়তায় নিজস্ব রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলেছে।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী জানিয়েছেন জন্ম মৃত্যু সংক্রান্ত এই অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। নবজাতকের মা অথবা বাবার সরকারি পরিচয়পত্রের সঙ্গে যুক্ত হবে। আবার এটিতে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু করার সময় যে কোনও একটি সরকারি পরিচয়পত্র বন্ধ হয়ে যাবে। যার ফলে সরকারি কাজের জটিলতা কমে আসবে।

সেন্ট্রাল বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন সফটওয়্যারে এই বৈশিষ্ট্য ছিল না। স্বাস্থ্য ভবনের হেলথ ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিক জানিয়েছেন, নতুন সফটওয়্যারের সঙ্গে সব পুর হাসপাতাল, সরকারি-বেসরকারি হাসপাতাল, মাতৃসদন, শ্মশান, গোরস্থানের কম্পিউটার যোগাযোগ থাকবে। নবজাতকের জন্ম নথিভুক্ত করার সময়েই মা-বাবার ভোটার, রেশন কার্ড অথবা আধার কার্ড নম্বর তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবে।