Home লাইফস্টাইল Rave Party আসলে কি? কেন এ’ত জনপ্রিয় এই “রেভ পার্টি”?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Rave Party আসলে কি? কেন এ’ত জনপ্রিয় এই “রেভ পার্টি”?

রবিবার সকাল থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রুজ রেভ পার্টি। কিন্তু রেভ পার্টি আসলে কী তা অনেকেরই অজানা। মূলত ইলেকট্রনিক মিউজিক ডান্স পার্টিকে রেভ বলা হয়ে থাকে। অর্থাৎ ওই ধরনের পার্টিতে সারারাত EDM বাজতে থাকে। লাইভ মিউজিক পারফর্মাররা একের পর এক সঙ্গীত পরিবেশন করতে থাকেন। এছাড়া সারারাত DJ ইলেকট্রনিক প্লে লিস্ট চলতে থাকে। অন্ধকার ঘরে লেজার লাইটের ঝলক আর EDM এর মিশেলে বেশ মোহময়ী অথচ দাপুটে আমেজ তৈরি হয়।

হলিউডের ছবিতে তো বটেই, এখনকার বলিউডি ছবিতেও এই ধরনের পার্টি দেখানো হয়। কারণ, বর্তমান প্রজন্ম এই ধরনের পার্টি বেশ উপভোগ করে। তাই বিগত এক দশকে ভারতেও রেভ পার্টির জনপ্রিয়তা তুঙ্গে। ফলত ‘দম মারো দম’ বা ‘গো গোয়া গন’ – এর মতো ছবিতে ফুটে ওঠে এই ধরনের পার্টির দৃশ্য।

অর্থ কী?: ‘রেভ’ শব্দটি জামাইকান। যার অর্থ নাচ এবং মদ্যপান সহযোগে পার্টি করা। আটের দশকের আগে এই ধরনের পার্টির চল ছিল না। সাধারণত এই ধরনের পার্টির আয়োজন বেআইনি নয় বলেই জানা গিয়েছে। তবে বিষয়টি নির্ভর করে কোথায় রেভের আয়োজন করা হচ্ছে তার উপর। সারারাত পার্টি করা কোনওভাবেই আইনবিরুদ্ধ নয়। তবে আইনবিরুদ্ধ কোনও কাজ হলে পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করতেই পারে।

‘রেভ’-এ কি অপরাধীরা সক্রিয়?: এই রেভ পার্টিগুলিই বর্তমানে মাদক পাচারকারীদের টার্গেট । এখানে মূলত টিনেজাররাই আসে। একাধিক গোয়েন্দা সংস্থার দাবি, এইসব পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহার করা হয়। ড্রাগের আমদানি – রপ্তানিও হয় এই পার্টির হাত ধরেই, এমনটাই দাবি তদন্তকারী সংস্থাগুলির। সেই কারণে মাঝেমধ্যেই এই ধরনের পার্টির ভিড়ে মিশে যান গোয়েন্দারা।

এই পার্টি কি বেআইনি?: অনেকসময় বিশাল পরিসরে এই ধরনের পার্টির আয়োজন করা হয়ে থাকে। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই রেভের খবর মুখে মুখে ছড়িয়ে যায়। নাবালকদের মদ্যপান বা মাদকের ব্যবহার সহ অন্য কোনও অপরাধ না হলেই বিষয়টি বেআইনি নয়।

রবিবার সকালে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এনসিবির হাতে ধরা পড়েন। আর তারপর থেকেই শিরোনামে উঠে এসেছে একটাই শব্দ ‘রেভ পার্টি’। মানুষের কৌতূহলও বেড়ে গেছে এই বিষয়ে। প্রসঙ্গত, শনিবার রাতে মুম্বইয়ের ক্রুজ রেভ পার্টিতে হানা দিয়েছিল NCB। NCB জানিয়েছে, কোকেন, চরস, মেফিড্রোন, একস্ট্যাসির মতো মাদক উদ্ধার হয় সেখান থেকে।

ঘটনায় আট জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, আরিয়ান খান, মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জয়সওয়াল, ভিকরান্ত ছোকার, গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাহরুখ পুত্র আরিয়ান খানের দাবি, তিনি আমন্ত্রিত অতিথি ছিলেন মাত্র। বর্তমানে আরিয়ান খান সহ আরও ২ জনকে ৪ঠা অক্টোবর পর্যন্ত NCB হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। NCB জানিয়েছে, নিরপেক্ষভাবেই তদন্ত চালানো হচ্ছে।