সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুতিন সংযম থাকায় বে’শি ক্ষ’তি হয়নি ইউক্রেনের, দা’বি সামরিক বিশেষজ্ঞদের

ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিন সংখ্যা হিসেব করলে দেখা যাবে , সেটা প্রায় ২ মাসের ওপরে হতে চলল। ইতিমধ্যেই সেই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ অগনিত। লক্ষ মানুষ দেশ ছাড়া, তাঁর সাথে প্রাণ হারিয়েছে বহু মানুষ।

বাড়ি ঘর, রাস্তা ঘাট, সব কিছুই এখন যেন খাঁ খাঁ করছে। কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ নাকি আরও বেশী হোয়ার সম্ভাবনা ছিল, যদি পুতিন সংযম না হত। এমনটাই বলছে বিশেষজ্ঞের দল।

তাঁদের মতে কি কি করতে পারত পুতিন? সবার প্রথমেই পুতিন ইউরোপ ও আমেরিকার অস্ত্র প্রবাহ আটকাতে আক্রমাণত্মক ভাবে ইউক্রেনের রেল পথ রাস্তা সেতু দখল করতে পারত।

আরো পড়ুন: ২০১৪-র টেট মা’ম’লা’য় জো’ড়া তদন্ত চেয়ে দা’য়ে’র জনস্বার্থ মা’ম’লা

তাছাড়া বিভিন্ন এলাকায় বোমা চালাতেই পারত। তাঁর সাথে কিয়েভে আসা আটাক্তে পারত বিভিন্ন ইউরোপীয় নেতার। তাছাড়া সাইবার আক্রমণের কথা ভুলব কিভাবে? ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানি বন্ধ করে দিয়ে সেখানকার মানুষের পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারত রাশিয়া। যেটা পুতিন করে নি।

কিন্তু এমনটা কেন করেনি রাশিয়া? আসলে এই নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সব না করার পেছনে রয়েছে রুশ সেনার অযোগ্যতা। হামলা শুরু হওয়ার আগে যতটা মনে করা হয়েছিল তা কিন্তু কিছুই হয় নি। রাশিয়ার বাহিনীকে যতটা পারদর্শী মনে করা হয়েছিল তারা ততটা নয়।

আরো পড়ুন: মৃ’ত্যু’র পরেও তিনজনকে জীবনদা’ন! ডাক্তার সংযুক্তা শ্যাম রায়কে শ্র’দ্ধা জানালো চিকিৎসকরা

তবে পুতিনের সিদ্ধান্ত ও তাঁর অবস্থান দেখে মনে করা গেছে তিনি বেশ রক্ষণাত্মক। যার কারণেই তাঁর এই সতর্কতা মূলক পদক্ষেপ। পূর্ব ইউরোপে লক্ষ্য করলে দেখা যাবে রুশ সেনারা খুবই ধীর গতিতে আক্রমণ চালাচ্ছে।

ন্যাটোর সাথে যাতে কোনোভাবেই সংঘর্ষের কারণ না হয়, তাঁর জন্যও যথেষ্ট সংযত ছিল পুতিন। তাই সামরিক বিশেষজ্ঞের দল মনে করছে আসলে রাশিয়া যেটা করতে পারত সেটা তারা করেনি।