সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চোখ দেখেই মানুষ চে’না যা’য়! এবার আপনার ব্য’ক্তি’ত্ব নির্ণয় করবে রোবট

মানুষের চোখই বলে দেয় তার মনের কথা। তাই মুখে মিথ্যে কথা বললেও চোখ কিন্তু সেই ইশারা দেয়। চোখ দেখেই মানুষ চেনা যায়। তবে এবার অস্ট্রেলিয়ার গবেষকরা দাবি করছেন যে চোখ দেখে রোবট মানুষের ব্যাক্তিত্ব নির্ণয় করবে।

এ প্রসঙ্গে গবেষকদের বক্তব্য, “এই কাজের মাধ্যমেই কীভাবে যন্ত্রের সঙ্গে যোগাযোগ করতে হয় তা আমরা জানতে পারব। আর এটাকে একটি বিল্পবী উদ্ভাবন বলা যেতে পারে।

কারণ মিনিটখানেকের নড়াচড়ায় রোবট মানুষের ব্যক্তিত্বের বেশ কয়েকটি বৈশিষ্ট্য যেমন – বিচারবুদ্ধি, বাইরের জগত সম্পর্কে কৌতূহল, বিষণ্ণতা, আনন্দ-বিনোদন ইত্যাদি বলে দিতে পারবে।”

আরো পড়ুন: পেটে য’দি ব্যাথা হয় কিভাবে বু’ঝ’তে পারবেন যে এটি অ্যাপেন্ডিসাইটিস?

এই গবেষণার প্রধান দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. তবিয়াস লয়েস্টারের কথায়, মানুষ সবসময়ই নিজেদের ব্যক্তিত্বের উন্নতি চায়।

বর্তমানে যেসব রোবট ও কম্পিউটার ব্যবহার হয়, সেগুলো সামাজিকভাবে সচেতন না হওয়ার কারণে তারা মানুষের শব্দহীন হাবভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে অক্ষম।

অন্যদিকে নতুন এই গবেষণার ফলে কম্পিউটার ও রোবটের উন্নয়নে নতুন সুযোগ তৈরি হয়েছে। মানব ও যন্ত্রের মধ্যে মিথষ্ক্রিয়ার উন্নয়নে যারা কাজ করতে চান, এটি তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।