সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ২০০০ টা’কা! ইতিমধ্যে বুকিং শু’রু হ’লো Nothing Phone(1)-এর

এই জুলাই মাসেই Nothing Phone (1) ভারতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। লিস্টিং থেকে ফোনটির একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স সম্পর্কে জানা গিয়েছে। এই ফোনটি মূলত মিড-রেঞ্জ অডিয়েন্সের জন্য নিয়ে আসা হচ্ছে।

Flipkart থেকে 12 জুলাই এই ফোনের প্রি-বুকিং আরম্ভ হবে। Nothing Phone (1)-এ থাকছে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ OLED প্যানেল যার রিফ্রেশ রেট 90Hz এবং রেজ়োলিউশন 2400 x 1800 পিক্সেলস।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে।

আরো পড়ুন: এবার মধ্যবিত্তদের ক’থা মাথায় রেখে ন’য়া SUV ল’ঞ্চ করলো মারুতি, জানুন দা’ম

এই নাথিং ফোনে সফ্টওয়্যারের দিক থেকে থাকবে একটি Android 12 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম। ক্যামেরা ফিচার্সের দিক থেকে Nothing Phone (1)-এ থাকছে একটি 50MP প্রাইমারি ক্যামেরা ও তার সঙ্গ দিতে থাকবে আরও দুটি গৌণ সেন্সর।

সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।