সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ’রী’র একটাই রং সাতটি, রামধনু র’ঙে’র অজগরের হ’দি’শ মি’ল’লো আমেরিকায়

এই পৃথিবীতে কতইনা বিচিত্র প্রাণী রয়েছে। তবে সম্প্রতি আমেরিকা থেকে উদ্ধার হল এক বিচিত্র রঙের সাপ। রামধনুর রং এর ওই সাপের শরীরে সাতটি রং রয়েছে! আমেরিকার ক্যালিফোর্নিয়ার জঙ্গলে এই রামধনুর রং এর বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে। এই প্রজাতির সাপকে রেনবো পাইথন বলে চিহ্নিত করা হয়েছে। আকারে সেটি সাধারণ পাইথনের মতই।

তবে এই সাপের রংই তার প্রধান আকর্ষণ। সাপের ছবি এবং ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করা হয়েছে। আপলোড করার মুহূর্তের মধ্যেই সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। এমন ভয়ঙ্কর অথচ সুন্দর প্রাণীর চেহারা দেখে নেটিজেনরা অবাক হয়েছেন।

আপাতত তাকে উদ্ধার করে ক্যালিফোর্নিয়ার একটি চিড়িয়াখানায় রাখা হয়েছে। চিড়িয়াখানার কর্তা জে ব্রিউয়ার সাপটির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সাপটিকে দেখে মনে হচ্ছে তার শরীর থেকে যেন রামধনুর সাত রং ঠিকরে বেরোচ্ছে। ক্যালিফোর্নিয়ার ওই চিড়িয়াখানাতে বেশ যত্ন করে রাখা হয়েছে তাকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই রেনবো পাইথনের দেখাশোনা করছেন। চিড়িয়াখানার মালিক দাবি করেছেন, তিনি প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে সাপেদের দেখাশোনা করে আসছেন। সাপেরা তার সন্তান তুল্য।