সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবের প্রা’ক্কা’লে ফের জো’ড়া নিম্নচাপ! ব্যা’প’ক ঝড়বৃষ্টির আ’শ’ঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে

বৃষ্টিপাতের হাত থেকে এখনই রেহাই পাচ্ছেন না রাজ্যবাসী। জোড়া নিম্নচাপের চাপে আপাতত রাজ্যে আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। প্রথম নিম্নচাপের প্রভাবে বিগত প্রায় এক সপ্তাহ ধরে সারা রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলছে। এই নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আরো একটি নিম্নচাপের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই দ্বিতীয় নিম্নচাপের প্রভাবে ফের রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহের রবিবার রাজ্যে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী মঙ্গলবার থেকে ফের সারারাজ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের প্রভাব থাকবে ৪৮ ঘন্টা পর্যন্ত। এদিকে আবার বৃহস্পতিবার রাজ্যের তিন কেন্দ্রে ভোট রয়েছে। ভবানীপুর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর। কাজেই মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হলে বৃহস্পতিবার পর্যন্ত তার প্রভাব চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। দুর্যোগের কারণে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে আগে থেকেই সতর্ক করা হয়েছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, রবিবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। রবিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত শনিবার থেকে ক্রমশ নিম্নচাপের রূপ নিতে চলেছে। আপাতত এই নিম্নচাপের মুখ রয়েছে উড়িষ্যার দিকে। তাই আপাতত পূর্ব মেদিনীপুর ও উপকূলীয় জেলাগুলি ছাড়া অন্যত্র ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।