সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ট্রেক করতে গিয়ে প্রা’চী’ন বাক্সের হ’দি’শ পেলেন পর্বতারোহী, এরপর কি হলো জানুন

২০১৩ সালে ফ্রান্সের Mont Blanc পাহাড়ে ট্রেক করছিলেন এক ব্যক্তি। ট্রেকিংয়ের সময় বরফের নীচে চাপা পড়া একটি ধাতব বস্তুতে হঠাৎই হোঁচট খান তিনি। কৌতুহলবশত বরফ সরিয়ে একটি প্রাচীন বাক্স দেখতে পান। এরপরই ঘটে সেই অবাক করা কাণ্ড। বাক্সের ডালা খুলে তিনি দেখেন, ওর ভেতরে রয়েছে চুনি, পান্না, মণিমুক্ত! আর তা দেখেই তার চোখ কপালে ওঠে। কিন্তু ইচ্ছে থাকলেও আট বছর আগেই সেই মূল্যবান রত্নের মালিক হতে পারেননি তিনি। তার মালিকানা কে পাবে, তা নিয়ে স্থানীয় প্রশাসন ও পর্বতারোহীর মধ্যে সংঘাত চললেও সম্প্রতি সেই সংঘাত মিটেছে। জানা গিয়েছে স্থানীয় প্রশাসন ও পর্বতারোহীর মধ্যে ভাগাভাগি হয়েছে রত্ন ভাণ্ডার।

ফ্রান্সের Mont Blanc পাহাড়ে যাঁরাই যান ট্রেক করতে, তাঁরাই কি কিছু না কিছু ধ্বংসাবশেষের চিহ্ন পান। এই পর্বতারোহীও নাকি বরফের তলায় ধাতব কিছু আন্দাজ করে প্রথমটায় তেমন সাধারণ কিছুই আন্দাজ করেছিলেন। যদিও সেই বস্তুটিই বদলে দেয় এই পর্বতারোহীর জীবন। রীতিমতো বড়সড় সম্পদের মালিক হয়ে গেলেন তিনি। এই ঘটনার ক্ষেত্রেও উঠে এসেছে এক তথ্য। যেখান থেকে পর্বতারোহী মণিমুক্তের বাক্সটি খুঁজে পান সেখানেই আজ থেকে ৫০ বছরের বেশি আগে Air Indiaর দুটি বিমান ভেঙে পড়েছিল। ১৯৫০ সালে একটি দুর্ঘটনা ঘটে, আর অন্যটি ঘটে ১৯৬৬ সালে।

অনেকেই মনে করছেন, রত্নভর্তি বাক্সটি পড়েছিল ওই দুটি বিমানের কোনও একটি থেকেই। দশকের পর দশক ধরে বরফের তলায় চাপা পড়েছিল যখের ধন! তবে ২৪ জানুয়ারি ১৯৬৬ সালের মুম্বই থেকে নিউ ইয়র্কগামী বিমান দুর্ঘটনাটিতে ওই রত্ন ভরতি বাক্সটি ছিল বলে মনে করেন অনেকেই। মাঝপথে Mont Blanc পাহাড়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় মৃত্যু হয় ১১৭ জন যাত্রীর। ভারতের পরমাণু গবেষণার পথিকৃত বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবাও ছিলেন যাত্রীদের মধ্যে।