OMG: ভারত ভূ’খণ্ডে পা’কি’স্তা’নি মোবাইল নে’টও’য়া’র্ক! ব্যাপক চা’ঞ্চ’ল্য শৈ’ল’শহ’রে

হিমাচল প্রদেশের ধর্মশালার বুকে পাকিস্তানি মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল ধরা পড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। হিমাচল প্রদেশের কাঙ্গড়া জেলার ধর্মশালায় আচমকাই পাকিস্তানি মোবাইলের নেটওয়ার্ক সিগন্যাল ডিটেক্ট করেন প্রশাসনিক অধিকর্তারা। বিষয়টিকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে পাকিস্তান সীমান্তের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার।

ধর্মশালা এলাকাতেই দলাইলামার অবস্থান। অতএব স্থানটি এমনিতেই সংবেদনশীল। সেই স্থানে পাকিস্তানের নেটওয়ার্ক ধরা পড়াতে প্রশাসনিক অধিকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ধর্মশালায় পাকিস্তানি সিগন্যাল ধরা পড়ার পর সতর্ক হয়েছে প্রশাসন। কারণ আন্তর্জাতিক নিয়ম অনুসারে দুই দেশের সীমান্তের উভয় দিকের অন্তত ৫০০ মিটার এলাকার মধ্যে কোনো দেশের মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল থাকা উচিত নয়।

হিমাচল প্রদেশের ওই অঞ্চলের মধ্যে ভারতীয় কোম্পানির সিগন্যাল আসছে না। পাকিস্তানি নেটওয়ার্ক চলে আসছে। সেই নেটওয়ার্ক আবার এতটাই শক্তিশালী যে স্বয়ংক্রিয়ভাবে ফোন সুইচড অফ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ফোন সুইচ অন করলে পাকিস্তানি নেটওয়ার্ক দেখা যাচ্ছে। এমনকি ভারতীয় স্ট্যান্ডার্ড সময়েরও পরিবর্তন হয়ে যাচ্ছে।