সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: গত ৬ মাসে উল্লেখযোগ্য হা’রে ক্ষ’তি’র পরিমাণ বেড়েছে ধনকুবেরদের! টাকার অ’ঙ্ক জানলে চমকে যাবেন

১.৪ ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তি। বিশেষজ্ঞরা বলছেন এটা একটি চমকপ্রদ তথ্য। ব্লুমবার্গের তথ্য অনুসারে, এই বিলিনয়াররা এই বছরের ছয় মাসে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন তা আর কখনও হননি।

প্রায় ৬২বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। আমাজনের প্রাক্তন সিইও এবং প্রেসিডেন্ট জেফ বেজোস তার সম্পদের প্রায় ৬৩ বিলিয়ন ডলার কমেছে।

মেটা যা ফেসবুক নামেও পরিচিত তাঁর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মোট সম্পদ অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। এমনকি শীর্ষ ১০ তালিকায় মাত্র দুইজন বিলিয়নেয়ার আছে যারা তাদের এর মাঝেও লাভের খাতায় নাম লিখিয়েছেন।

আরো পড়ুন: বাস্তবেও আছেন “বজরঙ্গি ভাইজান”, হা’রি’য়ে যাওয়া পাকিস্তানি শিশুকে বাবার হা’তে তু’লে দিলো BSF

এঁরা হলেন গৌতম আদানি যিনি আদানি গ্রুপের চেয়ারম্যান এবং মুকেশ আমাবানি যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। করোনা মহামারির কারণে অর্থনীতিতে দুই বছরের ধরে খারাপ প্রভাব পড়ার পর বিশ্বব্যাপী নীতিনির্ধারকরা উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় সুদের হার বাড়াচ্ছে বলে বিলিয়নেয়ারদের সম্পদে এই তীব্র পতন ঘটে।