BREAKING: অনির্দিষ্ট কালের জন্য স্থগিত NPR, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলা কালীন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এক বিশাল পদক্ষেপ নেওয়া হল। এবার তাদের তরফ থেকে জানানো হয়েছে ২০২১ সালে যে আদমসুমারীর প্রথম পর্ব হওয়ার কথা ছিল ও এন পি আর অর্থাৎ জাতীয় জনসংখ্যা নিবন্ধন হওয়ার কথা ছিল, সেটা এখন স্থগিত করা হয়েছে।

আর সেটাতে ততক্ষণ পর্যন্ত যেনো হাত দেওয়া না হয়, যতক্ষণ পর্যন্ত নতুন আদেশ্ নামা না আসে। এখন করোনা নিয়ে দেশবাসী খুবই চিন্তিত। তো সেটাকে মাথায় রেখেই এই জনগণনা ও এন পি আর এর কাজ কর্ম স্থগিত রাখা হল।