সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কিস্তিতে মে’টা’ন রেলের টিকিটের দা’ম, স’ম’য় পাবেন ৬ মাস

এবার ভারতীয় রেলের এক দারুন সিদ্ধান্ত যাত্রীদের জন্য। ভারতীয় রেল কিন্তু বলা যেতে পারে দেশের সবথেকে বড় যোগাযোগ মাধ্যমের মধ্যে একটা। দৈনিক লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে এই রেলে। এই রেলের ওপরে কেন্দ্র করে কত মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। এক কথায় দেশের প্রাণ কেন্দ্র ভারতীয় রেল।

দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে যোগ করেছে , যার সাহায্যে খুবই দ্রুত সমস্ত কাজ সম্পন্ন হয়ে থাকে। এই ভারতীয় রেলের এক দারুণ উদ্যোগ। অনেকেই আছে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে কিন্তু পকেটে টাকা নেই, টিকিটের দামও অনেক। কিন্তু সেই অসুবিধার সমাধান নিয়ে এসেছে ভারতীয় রেল।

এখন থেকে টিকিট খ্রচ ৩-৬ মাসের মধ্যেও মেটানো যাবে। আই আর সিটিসি কানেক্ট অ্যাপের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের মানুষদের জন্য সুবিধা দেওয়ার জন্য , ক্যাশী অ্যাপের নামে এক সংস্থার সাথে আর্থিক পরিষেবার চুক্তি স্বাক্ষর করেছে।

আরো পড়ুন: ফের বক্স অফিসে ঝ’ড় তু’ল’তে আসছেন রকি ভাই, শু’রু হ’চ্ছে শ্যুটিং

ততকাল টিকিটে পাওয়া যাবে এই সুবিধা। তবে সবথেকে ভালো কথা হল তিনটি কিংবা ছয়টি ই এম আই এর দ্বারা এই বিল মেটানো সম্ভব , তবে যার জন্য কোনো নথি জমা দেওয়ার দরকার পরবে না।