সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবাই কাটতে পারবেন না লোকাল ট্রেনের টি’কি’ট, নতুন নিয়মে কারা পাবেন টি’কি’ট? জেনে নিন

প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে চলেছে ট্রেন পরিষেবা। এতোদিন কিছু স্পেশাল ট্রেন চলছিল যাতে করে চাকুরীজীবীরা যাতায়াত করতে পারতেন। সেই সমস্ত ট্রেনের সাধারণ মানুষের ওঠার অনুমতি ছিল না। তবে এবার লোকাল ট্রেন শুরু হয়ে যাবার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারন মানুষ। 50% যাত্রী নিয়ে ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া হলেও বাস্তব চিত্রটা কিন্তু একেবারেই আলাদা। আগের মতোই ভিড় করে যাতায়াত করছেন যাত্রীরা।

সরকারের তরফ থেকে কিছু নিয়ম লাগু করা হয়েছিল সাধারণ মানুষের জন্য। কিন্তু সেই সমস্ত কিছুই মানা হচ্ছে না। তাই এবার ভিড় কমাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল। এবার ভিড় কমানোর জন্য মুম্বাই শাখায় ভাবনা চিন্তা চলছে টিকিটের অ্যাপ ইউ টি এস এর সঙ্গে করোনা টিকা অ্যাপ কো উইন কে যুক্ত করার।

এই ভাবনায় সীলমোহর পড়ে গেলে শুধুমাত্র তারাই ট্রেনের চলাচল করতে পারবেন যারা শুধুমাত্র দুটি টিকা নিয়েছেন। সম্পূর্ণ ভাবেই ভ্যাক্সিনেশন না করা থাকলে ট্রেনে যাতায়াত করা যাবে না। এক্ষেত্রে ভ্যাক্সিনেশন সার্টিফিকেটকে গুরুত্ব দেওয়া হবে না কারণ সেখানে কোন ছবি থাকে না যাত্রীর। একমাত্র ফোনের সঙ্গে যুক্ত করা থাকলে তবেই সেই যাত্রী যাতায়াত করতে পারবেন নিয়মিতভাবে।

কো উইন এবং ইউটিএস দুটি অ্যাপ ই সর্বভারতীয়। যদিও পশ্চিমবঙ্গে এখনো এই নিয়ম লাগু হবে কিনা তা নিয়ে কোনো কথা শোনা যায়নি। পশ্চিমবঙ্গ মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়ে নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। আগামী দিনে এই নিয়ম লাগু করার সম্ভাবনা প্রবল।