সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভিষেক যাওয়ার পর থেকে কেউই খোঁ’জ নে’য় না, পৃথিবীটা খুবই স্বা’র্থ’প’র: সংযুক্তা চ্যাটার্জি

চলতি বছরের শুরুর দিকেই টলিউড জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। গত ২৪ মার্চ আচমাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইন্ডাস্ট্রির সদা হাস্যময় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়াতে অভিনেতার পুরনো বেশ কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় তিনি বারবার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ দিচ্ছেন।

অভিষেক চট্টোপাধ্যায়ের কথা কতখানি সত্যি তা বারবার প্রমাণ হয়ে গেছে একাধিক অভিনেতা অভিনেত্রীর কথায়। তবে অভিষেকের মৃত্যুর পর স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি এবং মেয়ে সাইনার মনেও জেগেছে একাধিক ক্ষোভ। কাছের মানুষ চলে যাবার পর একসঙ্গে ভেঙে পড়েছেন দুজনেই। সবথেকে বেশি আঘাত পেয়েছেন কাছের মানুষ চলে যাওয়ার পর। ইন্ডাস্ট্রির কোন মানুষ কখনো খোঁজ নিতে আসেনি তাদের। কিভাবে তাদের দিন চলছে? সে কথা ঘুনাক্ষরেও জানতে চান না কেউ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক চট্টোপাধ্যায়ের ঘরণী, সংযুক্তা বলেন, অভিষেকের মৃত্যুর পর সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ কোন খোঁজ খবর নিতে চায় না। মায়ের পাশে বসে একইভাবে সম্মতির সূচক মাথা নাড়ায় মেয়ে ডল। যদিও অভিষেক ঘরণী বলেন, কেউ খোঁজ নিক অথবা না নিক তাতে তাদের কিছুই এসে যায় না।

আরো পড়ুন: সন্তানরা গ’র্ভ’পা’ত করাতে চাপ দিলেও নিজ সাহসে ৬৮ বছর ব’য়’সে মা হলেন বৃদ্ধা

সংযুক্তা বলেন, আমার কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আমি চিরকাল মুম্বাইতে বসবাস করেছি যেখানে সবাই স্বতন্ত্রভাবে জীবন কাটাতে অভ্যস্ত। আমি ওই ভাবেই জীবন কাটাই তাই আমার কাছে এটা নতুন কিছু নয়। তবে অভিষেক আমাকে ভীষণ আগলে রাখত। কোন কাজ আমায় করতে দিত না। হঠাৎ করে ও চলে যাওয়ায় আমি ভীষণভাবে একলা হয়ে পড়েছি।

তিনি আরো বলেন, প্রথম প্রথম বাড়িটা দেখে যেন বুক কেঁপে উঠতো। পরবর্তী সময় বাড়িটার ইন্টেরিয়ার ডেকোরেশন এমন ভাবেই করাই যাতে আগের মতো অতো কষ্ট না হয়। এখন আমার শুধুমাত্র একটাই উদ্দেশ্য আমার মেয়েটাকে বড় করা। আমার মেয়ে ছাড়া এখন আমার কাছে গুরুত্বপূর্ণ আর কোন বিষয় নেই।