সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শরীরে নেই কো’নো কাপড়, কাঁদা মে’খে ন্যু”ড ফ’টো তুলতে ব্য’স্ত ঊর্বশী, তুমুল ভাইরাল ছ’বি

রানী ক্লিওপেট্রার নাম আমরা সকলেই জানি। তিনি নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য প্রত্যেকদিন দুধ দিয়ে চান করতেন। তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকত বহু মানুষ। আজ থেকে প্রায় 2 হাজার বছর আগে এই মিশরীয় সুন্দরীর নাম আজও সমানভাবে উচ্চারিত করা হয়। সৌন্দর্যের নিরিখে তাকে আজও বহু নারী শিক্ষা দিতে পারে না। তার রূপচর্চার পদ্ধতি আজও বহু নারী অনুসরণ করেন। রানী ক্লিওপেট্রাকে অনুসরণ করতে গিয়ে এবার সম্পূর্ণ মাটি দিয়ে স্নান করলেন বলিউড সুন্দরী উর্বশী রাউটেলা।

উর্বশী রাউটেলা সৌন্দর্যের দিক থেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী। উর্বশীকে দেখলে রানী ক্লিওপেট্রা বলে মনে করেন অনেকেই। তার সৌন্দর্যের আসল রহস্য সম্প্রতি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে সর্বাঙ্গে কাদা মেখে বসে থাকতে দেখা যায়। তার কাদা মেখে স্নান করার সঙ্গে অনেকেই ক্লিওপেট্রার দুধ দিয়ে স্নান করার সঙ্গে তুলনা করেছেন।

ভাইরাল হওয়া পোস্টে দেখা যাচ্ছে ঊর্বশী সর্বাঙ্গে কাদা মেখে সাদা রঙের একটি টুলের উপর বসে রয়েছেন। চোখ দুটি বন্ধ রয়েছে। বাম হাত ডান হাতের বাহু স্পর্শ করে রয়েছে। একনজরে কোন ভাস্কর্য বলে ভুল করতে পারেন আপনি। তবে ভাল করে দেখলে বোঝা যাবে যে, রক্তমাংসের মানবিক সর্বাঙ্গে কাদা মেখে বসে রয়েছেন। ঊর্বশী সৌন্দর্য থেরাপি দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন বহু মানুষ।

রূপচর্চায় যে কাদা মাটির ব্যবহারের প্রচলন বহু পুরনো তা আমরা সকলেই জানি। মহিলারা আজও সৌন্দর্য চর্চার জন্য মুলতানি মাটির ব্যবহার করে থাকেন। মুলতানি মাটি ত্বকের লাবণ্য বৃদ্ধি করতে সাহায্য করে। অপরদিকে মুলতানি মাটির ব্যবহার করলে আপনার চেহারায় বয়সের ছাপ পড়ে না। চেহারায় কাদা মাটির প্রলেপ এর পাশাপাশি যদি সর্বাঙ্গে কাদা মাটির প্রলেপ লাগানো যায় স্বাভাবিকভাবেই সেটা আপনার জন্য আরও সুফল নিয়ে আসবে।

ছবিটি পোস্ট করে ঊর্বশী লিখেছেন, ব্যালেরিক থেকে আনানো এই লাল মাটির প্রলেপ তার শরীরকে বিশুদ্ধ রাখবে। তার ত্বক থেকে টক্সিন দূর করে ত্বককে কোমল করবে। রক্ত চলাচল বৃদ্ধি করবে এবং শরীরের সমস্ত ব্যথা-বেদনা দূর হয়ে যাবে। সেইসঙ্গে রানী ক্লিওপেট্রার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে, তিনি এই ধরনের স্নানের কথা জানতে পেরেছেন রানী ক্লিওপেট্রার থেকে। রোমান দেবতা ভেনাস মুলতানি মাটি কে আয়না হিসেবে ব্যবহার করতেন। তাই কুড়ি হাজার টাকা খরচ করে উর্বশী রাউটেলা এই আয়না অর্থাৎ মুলতানি মাটি কে ব্যবহার করেছেন তার সৌন্দর্য বৃদ্ধির জন্য।