সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন নি’য়’ম আকাশে, ভাসমান অবস্থায় সবকিছু পেয়ে যা’বে’ন বিমানের পাইলটরা

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী আজ থেকে বিভিন্ন বিমানবন্দরে চালু হয়ে যাবে এমন একটি ব্যবস্থা যার ফলে এক ক্লিকে সমস্ত তথ্য পেয়ে যাবেন পাইলটরা। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এই অ্যারোনোটিকাল ইনফর্মেশন পাবলিকেশন রিসিভ করে ফেলেছে, যার ফলে বিমান ওঠা নামার সময় অথবা আকাশে ভাসমান অবস্থার সময় পাইলট এর কাছে যা যা তথ্য পাওয়া দরকার সব কিছু তারা পেয়ে যাবেন।

কি কি পাওয়া যাবে অ্যারোনটিক্যাল ইনফর্মেশন পাবলিকেশনে চলুন জেনে নেওয়া যাক। এর মধ্যে থাকবে উড়ানের সময় রানওয়ের দৈর্ঘ্য, উড়ানের গন্তব্য, যে রুট দিয়ে বিমান উড়ে যাবে, বিভিন্ন উচ্চতায় আবহাওয়া কেমন থাকবে, যে রাজ্যে বিমান অবতরণ করবে সেখানকার আবহাওয়া কেমন থাকবে, এই রুটে উরতে গেলে কতটা সর্বাধিক উচ্চতায় উড়ে যাবে, এমন নানান গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে বিমান পাইলটকে।

পাইলটরা জানিয়েছেন, বিমান উড়ানো রাগে অনুরাগে সংস্থার ফ্লাইট ডেসপ্যাচ বিভাগ বিভিন্ন তথ্য যোগাড় করে দেয়। এবার এক ক্লিকে সমস্ত তথ্য পাওয়া যাবে। পাইলট অরিন্দম দত্ত এই বিষয়ে জানিয়েছেন, বিশেষ করে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আমাদের কাছে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আমরা খুশি যে এক ছাতার তলায় সবকিছু পেয়ে যাব।

ক্যাপ্টেন সর্ভেশ গুপ্ত জানিয়েছেন, বিশেষ করে সকালে রুরান হলে ডিসপ্যাচ বিভাগের কর্মীদের প্রচন্ড তাড়াহুড়ো করে সমস্ত পেপার পাইলটদের হাতে তুলে দিতে হয়। তখন বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। কিন্তু এবার আর কোন সমস্যা থাকবে না। এক ক্লিকে সমস্ত তথ্য পেয়ে যাব আমরা।