সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এসেছে ন’য়া “ক্রিপ্টো রেস্তেরাঁ”, খাবার খেলেই পাওয়া যা’বে ভা’লো বিনিয়োগের পরামর্শ

চারিদিকে বৈদ্যুতিক পর্দার মাঝে বসে এক দল ব্যক্তি কফি হাতে সমানে ঘেঁটে চলেছেন ল্যাপটপ কিংবা ট্যাবলেট। একঝলক দেখেই মনে হবে আপনি কোনো কেতাদুরস্ত অফিসে ঢুকে পড়েছেন, কিন্তু তা নয়, আদতে এই দৃশ্যটি উত্তরপূর্ব তাইল্যান্ডের একটি রেস্টুরেন্টের।

বর্তমানে গোটা তাইল্যান্ডেই বৈদ্যুতিক লেনদেন এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় ঝড় উঠেছে। আর এই ব্যবসার সঙ্গে যেসব ব্যক্তি যুক্ত তাদেরকে আকৃষ্ট করতেই এই রেস্টুরেন্টে এরূপ বন্দোবস্ত করা হয়েছে।

আরো পড়ুন:নিরাপত্তারক্ষীর চোখে ধু’লো দি’তে প্রেমিকাকে স্যুটকেসে লু’কি’য়ে পালানোর চে’ষ্টা যুবকের!

এখানে জল খাবারের পাশাপাশি নানা রকম সুবিধা পান বৈদ্যুতিক লেনদেনে আগ্রহী ব্যক্তিরা। শুধু তাই নয়, অনেকগুলি পর্দায় ব্যবসার ওঠা নামাও সরাসরি দেখানো হয়।

Cafe in Thailand serves crypto advice with coffee and cake

বিনিয়োগকারীদের সহায়তা করার জন্য সেখানে উপস্থিত রয়েছেন পেশাদার পরামর্শদাতাও।আর সবথেকে আশ্চর্যের বিষয়, এই সব পরিষেবা পুরোটাই বিনামূল্যে।

আরো পড়ুন:দু’র্ঘ’ট’না’গ্র’স্ত বিকানের এক্সপ্রেস থেকে পা’ও’য়া মাছ খে’য়ে অনেকেই অসুস্থ!

২০১৩ সালে রেস্টুরেন্টটি একটি সাধারণ রেস্টুরেন্ট হিসেবেই প্রতিষ্ঠিত হয়। ২০২০ সালে ক্রিপ্টো ব্যবসা ফুলে ফেঁপে উঠতেই এর ভোলবদল হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, ভোলবদলের পর দ্বিগুণ হয়ে গিয়েছে গ্রাহকের সংখ্যা। এমনকি এই রেস্টুরেন্ট এখন নিজস্ব ক্রিপ্টো কয়েন বাজারে আনার কথাও ভাবছে।