সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মন্দারমণি থেকে হাঁটা প’থে নতুন সমুদ্র সৈকত, মা’ত্র ২০০০ টা’কা’তেই ঘু’রে আসুন

আজকাল মানুষজন সময় পেলেই ঘুরতে যেতে খুব ভালোবাসেন। নানা ব্যস্ততার মধ্যে একদিন ছুটি পেলে সবাই চান একটু কাছাকাছি ঘুরে আসতে, সেই কারণে অনেকেই পাহাড়ের থেকে সমুদ্রকে বেছে নেন, একদিকে সমুদ্রে যেতে যেমন কম সময় লাগে তেমনি পকেটেও যথেষ্ট পয়সা না থাকলেও চলে যাওয়া যায়।

চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যেই চলে যাওয়া যায় সাগর পাড়ে, খরচ হবে তিন হাজার টাকার মধ্যেই। এই কারণেই বাঙালিরা দীঘায় যেতে বেশ পছন্দ করেন। বর্তমানে দীঘার জনপ্রিয়তা অনেক বেড়েছে, পাশাপাশি মন্দারমনি, চাঁদিপুর, তাজপুরের মত সমুদ্র সৈকত গুলোও বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিকে জনতার জন্য আরো উন্নত করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কোভিড পরিস্থিতির পরবর্তীকালে মানুষের জন্য একটু ফাঁকা জায়গায় ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। বর্তমানে অনেকেই দীঘা, মন্দারমনি, তাজপুর কে বেছে নিয়ে থাকলেও অফবিট কিছু জায়গার সন্ধান তারা করতে থাকে।

আরো খবর: অবিশ্বাস্য সেল শুরু হ’চ্ছে ফ্লিপকার্ট-এ, অ’র্ধে’ক দা’মে কিনুন লেটেস্ট iPhone

সেই কারণেই এই প্রতিবেদনে আমরা এমন একটি জায়গার নাম বলতে এসেছি যেটা তাদের কাছে বেশ সুখের খবর হতে চলেছে যারা অফবিট জায়গা খুঁজছেন। আজ এই প্রতিবেদনে কথা বলব দক্ষিণ পুরুষোত্তমপুরের বিষয়ে। দীঘা থেকে মাত্র এক ঘন্টা দূরে এই জায়গাটি অবস্থিত।

মন্দারমনি থেকে ১১ কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত মন্দারমনি থেকে গাড়িতে যেতে মাত্র কুড়ি মিনিট লাগবে। প্রাইভেট গাড়ি ছাড়াও যেকোনো দীঘাগামী বাসে চেপে বসলে চাউলখোলা পৌঁছে যান এবং চাউলখোলা থেকে অটো বা ট্রেকার ভাড়া করে নিলে পৌঁছে যেতে পারেন দক্ষিণ পুরুষোত্তমপুরে।

এই জায়গাটি চাউলখোলা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। মন্দারমনি থেকে এই জায়গাটি বেশি দূরত্বে অবস্থান করছেন না, তবে এখানকার সমুদ্রসৈকত অত্যন্ত শান্ত প্রকৃতির। শহরে কোন কোলাহল নেই।

নিরিবিলি সমুদ্র সৈকতে যদি কাটাতে চান একটা দিন তবে এইখানে চলে যেতে পারেন। তবে, এইখানে থাকার জায়গা অত্যন্ত সীমিত সাধারণত মন্দারমনিতে রাত কাটিয়ে দক্ষিণ পুরুষোত্তমপুরে এলে সব থেকে বেশি ভালো হয়।