সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অলিম্পিকের পর প্রথম মাঠে নেমেই জাতীয় রে’ক’র্ড ভা’ঙ’লে’ন নীরজ চোপড়া

নীরজ চোপড়া এখন দারুণ ফর্মে, অলিম্পিকের পর তিনি এবার প্রথম ট্রাকে নেমেছেন। আর ট্র্যাকে নেমেই নতুন জাতীয় রেকর্ড গড়েছেন, পাভো নুরমী গেমসের দ্বিতীয়বারের চেষ্টায় তিনি ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করেছেন।

তার এই থ্রো কিন্তু একেবারে অলিম্পিকের সেই সোনা জেতার থ্রোয়ের থেকেও বেশী। এবার সেই থ্রোয়ে তিনি রূপো জিতেছেন। টোকিও অলিম্পিকে তার সোনা জেতার পর , এই প্রথম ট্রাকে নেমেছেন তিনি।

তার ট্র্যাকে নেমেই প্রথম থ্রোয়ে ৮৬.৯২ মিটার অতিক্রম করেন।ফিনল্যান্ডের পাভো নুরমী তে দ্বিতীয় থ্রোতেই তিনি জাতীয় রেকর্ড গড়েন। এই থ্রোয়েই দ্বিতীয় স্হান অধিকার করেন তিনি।

আরো পড়ুন: গলায় ফাঁ’স লাগিয়ে সেলফি তু’লে প্রেমিককে পা’ঠি’য়ে আ’ত্ম’হ’ত্যা ছাত্রীর

নীরজ চোপড়ার এই পারফরম্যান্সে স্পষ্ট বোঝাই যাচ্ছে তিনি ৯০ মিটার ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল রয়েছে।নীরজ অলিম্পিক্সে বলেছিলেন, আমি আন্দাজ করেছিলাম প্রথম থ্রোয়ের থেকে দ্বিতীয় থ্রো ভালো হয়েছে অনেকটাই।

কিন্তু এই থ্রোয়ে যে আমি জিতে যাবো, সেটা আমি ভাবতে পারি নি। সেটা ভাবাটাও বিপজ্জনক, কারণ তাতে আমি আমার সেরাটা দিতে পারব না। আমি অলিম্পিকের সর্বোচ্চ রেকর্ডের দিকেই ঝাপাবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। তবে আগামী লক্ষ্য ৯০ মিটার।