সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গল গ্রহে এ কিসের ছ’বি তু’ল’লো নাসার রোভার? ভালোভাবে দেখুন তো

মঙ্গল গ্রহে একটি আশ্চর্যজনক জিনিসের ছবি সামনে আনল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র পারসিভারেন্স রোভার। প্রথমদিকে ওই বস্তুটিকে একটি ধাতুর মত দেখতে মনে হলেও পরবর্তীকালে বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এটি পারসিভারেন্স রোভারের একটি বর্জ্য পদার্থ।

গত বছর নাসা মঙ্গল গ্রহের জেজিরো ক্রেটরে জীবনের চিহ্ন অনুসন্ধান করতে পারসিভারেন্স রোভার পাঠিয়েছিল। কিন্তু এখন মঙ্গলে মানুষসৃষ্ট বর্জ্য খুঁজে পাচ্ছে রোভার।

টুইটারে পারসিভারেন্স রোভার দল একটি ছবি শেয়ার করেছে। যেখানে একটি চকচকে ধাতুর মত জিনিসকে একটি পাথরের সাথে লেগে থাকতে দেখা যায়।

আরো পড়ুন: সোমবার নয় শনিবার থেকেই স্কুলে আস’তে হবে, এ’লো নতুন নির্দেশিকা

কিন্তু পরে বিজ্ঞানীরা ভালো ভাবে অনুসন্ধানের পর বুঝতে পারেন যে, এটি ছিল একটি থার্মাল ব্ল্যাঙ্কেট যা উচ্চ তাপমাত্রার হাত থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়।