সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশের অনন্ত শুন্যের বু’কে লু’কি’য়ে থাকা সংগীত শোনালো NASA

ওই মহাবিশ্বের ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে! মহাবিশ্বের সংগীত, নাসার দৌলতে সেই সংগীতের সুর শুনেছে গোটা বিশ্ব। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে। যদি মহাবিশ্বের সংগীত শুনতে চান তাহলে নাসার ওই ভিডিওটি শুনে নিতে পারেন।

বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপে ছায়াপথেরর কেন্দ্রের ছবি থেকে যে সব তথ্য পেয়েছেন, সব তথ্যকে একত্রিত করে অডিওতে রুপান্তরিত করা হয়েছে। যার ফলে তৈরি হয়েছে এই অপূর্ব সুর। ছবির উপরে যেখানে সবথেকে উজ্জ্বল আলোকের সৃষ্টি হয়েছে সেখান থেকেই সব থেকে জোরালো শব্দ ভেসে আসছে।

অনন্ত অসীম মহাকাশের বুকে লুকিয়ে থাকা সুর মহাকাশপ্রেমীদের মন জয় করে নিয়েছে। এই ভিডিওটি সোশ্যাল সাইটে আপলোড করার পর থেকেই লক্ষ লক্ষ ভিউ হয়েছে। লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওর নিচে কমেন্ট বক্সে। কেউ কেউ এই সুরকে ঐশ্বরিক সুর বলছেন।

উল্লেখ্য নাসার ওই বিশেষ টেলিস্কোপ দীর্ঘ প্রায় তিন দশক ধরে মহাবিশ্বের উপর নজর রেখে চলেছে। ১৯৯০ সালে সেটিকে প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল। মাঝে অবশ্য সেটি খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু হার্ডওয়ারের সমস্যা কাটিয়ে হাবল টেলিস্কোপ আবার স্বমহিমায় ফিরে এসেছে। মহাকাশের বিভিন্ন অদ্ভুত দৃশ্যের সাক্ষী এই টেলিস্কোপ এবার শোনালো মহাকাশের সংগীত।