সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মায়ের বয়স ১৬, সন্তানের বয়স ২৫, কাকে ক’টা’ক্ষ করে বললেন অর্চনা?

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পুরোনো সদস্য বলতে অর্চনা পূরণ সিং কে হয়তো সকলেই জানেন। এককালে অনেক সিনেমায় অভিনয়ও করলেও বর্তমানে সিনেমা থেকে বিরত আছেন। এখন টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য কপিল শর্মা শো’ তেই তাঁকে দেখতে পাওয়া যায়। অর্চনা বরাবরই একটু ঠোঁটকাটা স্বভাবের। এরকম খানিকটা দুর্নাম তাঁর ইন্ডাস্ট্রিতে রয়েছে। তাঁর মতে অনেক অভিনেতা অভিনেত্রী নিজেদের বয়স লুকোতে চান। কিন্তু তার কারণ কী তা তিনি বুঝতে পারেন না। নিজেদের বয়স লুকিয়ে রাখার মধ্যে কি এমন স্বাচ্ছন্দ্যবোধ তারা উপভোগ করেন তা সত্যিই তাঁর জানা নেই।

এই কথার প্রসঙ্গে উঠে এসেছে তাঁর বয়সের কথা, যা বলতে তিনি এতটুকু লজ্জাবোধ বা দ্বিধাবোধ করেননি। বরং বলেছেন “২৬ শে সেপ্টেম্বর আমার জন্মদিন আর এ বছর ৫৯ বছর বয়সে পদার্পণ করেছি।” অর্চনা জানিয়েছেন, “আমার এই গোটা ৪০ বছরের কেরিয়ারে আমার কোন সেক্রেটারি বা এজেন্ট ছিল না। একজন ম্যানেজার রেখেছিলাম। তিনি আমাকে বয়স বলতে বারণ করলে আমি হেসে বলতাম আরে ২০ বছরই আমার বয়স, ৪০ তো এখনো হয়নি।”

ওই ম্যানেজার আমাকে এও বলতো, “বয়স লুকোনোই সাধারণ ট্রেন্ড। লোকে নাকি ৩ বছরে একবার জন্মদিন সেলিব্রেট করে। সেইসব কথা শুনলে এবং সেসব কীর্তিকলাপ দেখলে আমার রীতিমতো হাসি পেত। কিন্তু সত্যি বলতে কি, বয়স লুকিয়ে রাখার মতো ট্রেন্ডে আমি কোনোদিনই বিশ্বাসী ছিলাম না।” অভিনেত্রী মনে করেন ইন্টারনেটের যুগে কোনোভাবেই বয়স লুকিয়ে রাখা সম্ভব নয়। কারণ ইন্টারনেটের মাধ্যমে সমস্ত তথ্যই আজ হাতের মুঠোয় পাওয়া যায়। তিনি এও বলেন, সন্তান বড় হওয়ার সাথে সাথে মানুষেরা তার হিসেব করতে লেগে যায়। ২৫ বছরের সন্তান, এদিকে মায়ের বয়স কি ১৬ হবে?’

প্রতিবছরই নিজের জন্মদিনকে বেশ বড় করে সেলিব্রেট করেন অভিনেত্রী। তাঁর কথায় অভিনেত্রী হওয়ার পর প্রথম জন্মদিনের পার্টিতে অমিতাভ বচ্চন, ড্যানি ডেনজোঙ্গপা, সুভাষ ঘাইয়ের মতো সমস্ত বলি স্টারেরা তাঁকে শুভেচ্ছা জানিয়ে গিয়েছিলো। সেই জন্মদিনের স্মৃতি মনে করেই অর্চনা বলেন, “আগে প্রচুর এজেন্সী থেকে আমার কাছে জন্মদিনে ফুলের বোকে পাঠানো হতো। যে আসতে পারতো না সে ফুল পাঠিয়ে দিত। এক জন্মদিনের কথা মনে পড়ছে এই মুহুর্তে।

সেদিন আমি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় একটা ঘরে ড্রেস ঠিক করছি, হঠাৎ দরজা খুলে দেখি, একটা বড় ফুলের বোকে নিয়ে কেউ ঢুকছেন। আমি জিজ্ঞেস করলাম যে, ‘কে পাঠিয়েছে?’ পিছন থেকে একটি অত্যন্ত চেনা গলায় কেউ একজন বলে উঠল, ‘আমি নিয়ে এসেছি।’ উনি আর কেউ নয় আমাদের বিগ বি।” যদিও করোনা পরিস্থিতির কারণে সতর্কতার কথা মাথায় রেখে গত বছর থেকে এ বছরে খুব বেশী কিছু আয়োজন করেননি তিনি।