সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবচেয়ে বে’শি মানুষ ঘরছাড়া হয়েছেন আমফান ঝ’ড়ে: রিপোর্ট

ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ(আইপিসিসি) রিপোর্ট অনুসারে , সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে ২০২০ সালের মে মাসে বাংলার বুকে যে আমফান আছড়ে পরেছিল, সেই কারণেই সবথেকে বেশী মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল।এই ঝড়ের কারণে মানুষ ঘরছাড়া বেশী হয়েছে।

এই ঝড়ের দাপট এতটাই ছিল যা সত্যি বলে বোঝানো সম্ভব নয়। গত ১০০ বছরের মধ্যে সবথেকে দাপুটে ও ক্ষয়ক্ষতির দিক থেকেও এগিয়ে এই ঝড়। কত মানুষ যে এই ঝড়ের কারণে ঘর ছাড়া তার বলে বোঝানো যাবে না। তাছাড়া এই ঝড়ের কারণে ১০০ জনের ওপরে মৃত্যু সত্যিই যা এর আগে কোনো ঝড়ের দ্বারা এটা সম্ভব হয়নি।

রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে এই ঝড়ের দাপটে মানুষ ঘরছাড়া হয়েছে প্রায় ২.৫ মিলিয়নের কাছাকাছি। এদিকে রাজ্য সরকার আবার মানুষদের স্হানান্তরিত করেছে ৮ লক্ষের ওপরে মানুষদের। দুটি ধাপে রিপোর্ট পেশ করা হয়েছে, আর সেখানেই বলা হয়েছে, গোটা দেশ জুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনার কথাও।

আরো পড়ুন: গোলাপ দি’য়ে কি করবো? ইউক্রেন থেকে দেশে ফিরেই কেন্দ্রের প্র’তি ক্ষো’ভ প্র’কা’শ পড়ুয়ার

শুধু কি তাই, এদিকে আবার জেনেভার এনজিও দ্য ইন্টারনাল ডিপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে মোট ৫ মিলিয়ন মানুষ ঘর ছেড়েছেন এই ঝড়ের দাপটে বাংলাদেশ, ভারত, মায়ানমার থেকে শুরু করে ভুটান সব দেশেই এর প্রভাব পরেছে।

দফায় দফায় আবহাওয়ার খামখেয়ালিপনার কথাও উঠে এসেছে। এই নিয়ে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব বলেছেন, গোটা দেশ জুড়ে এই খামখেয়ালিপনার কথা উঠে এসেছে, কিন্তু এটি সত্যিই খুবই জটিল বিষয়। লকডাউনের কারণে স্হলে হয়ত দূষণ কমেছে, এই দূষণের হ্রাস সত্যিই উপকারে লাগলেও ঝড়ের ক্ষেত্রে তার কোনো প্রভাব পরেনি।