সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতায় এসে’ছেন মোহন ভাগবত, সংঘ প্রধানের কি কি কর্মসূচি রাজ্যে?

বুধবার ভোরবেলা বাংলায় এসে পৌঁছান আরএসএস প্রধান মোহন ভাগবত। ভোর পাঁচটা পনের মিনিটে সমলেশ্বরী এক্সপ্রেসে হাওড়া স্টেশনে নামেন তিনি। কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি। কলকাতায় আরএসএস এর সাংগঠনিক একটি বৈঠক রয়েছে সেখানেই তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

ছয় দিন সিটি অফ জয়তে থাকবেন তিনি। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল তিনি বিশিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে। মোহন ভাগবত পৌঁছানোর সময় হাওড়া স্টেশনে কঠোর নিরাপত্তা বলয়ে হয় ঢেকে ফেলা হয়েছিল। ট্রেন থেকে নেমে হেঁটে তিনি নিজের গাড়ির সামনে পৌঁছান।

ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করেননি আরএসএস প্রধান। স্বাস্থ্যের জন্য হাটা অত্যন্ত জরুরি এর আগে বহুবার বলতে শোনা গিয়েছে তাকে। প্রথমে নিজের গাড়ি পর্যন্ত তিনি পায়ে হেঁটে আসেন এরপর সড়কপথে তাকে বের হতে দেখা যায়। ২৩ শে জানুয়ারি পর্যন্ত কলকাতা শহরে থাকবেন তিনি এই ছয় দিন বেশ কয়েকবার সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন বিশিষ্টদের সঙ্গে।

আরো খবর: এবার আপনার স্মার্টফোনই হ’বে গাড়ির চাবি, গুগলের ন’য়া আবিষ্কার

শহীদ মিনারে জনসভা করার কথা রয়েছে তার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে তিনি এই জনসভা সম্পন্ন করবেন বলে জানা গিয়েছে। সেই জনসভায় রাজ্যের বিজেপি নেতারা উপস্থিত থাকবেন। শহীদ মিনারে জনসভা করার আগে বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবার কথাও রয়েছে তার।

২০,২১ এবং ২২ শে জানুয়ারি সংগঠনের কর্মীবৃন্দদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন। সবমিলিয়ে ঠাসা কর্মসূচি রয়েছে তার। বাংলায় সফরে আসছেন জেপি নাড্ডা। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি মায়াপুরের ইসকন মন্দিরে মিলিত হবেন।

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে সংগঠন বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। ইসকন মন্দিরে পুজো দেওয়ার পর আরও নানান কর্মসূচি পালন করবেন নাড্ডা।