সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TET পরীক্ষার দিনই ব’ন্ধ থাকবে অনেক লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন চ’ল’বে অ’ন্য রুটে!

ফের শুরু হতে চলেছে এই প্রাথমিক টেট পরীক্ষা আগামী ১১ই ডিসেম্বর রবিবার হতে চলেছে রাজ্যের প্রাথমিক টেট পরীক্ষা। শুরু হবে দুপুর ১২:৩০ মিনিটে এবং শেষ হবে দুপুর ২:৩০। ইতিমধ্যেই সকল পরীক্ষার্থীদের জানানো হয়েছে পরীক্ষা শুরু হওয়ার দু’ঘণ্টা আগে এসে যেন তারা প্রত্যেকেই রিপোর্ট করেন। একদিকে যখন টেট পরীক্ষার জন্য রাজ্য প্রস্তুত হচ্ছে ঠিক সেই সময়েই টেট পরীক্ষার্থীসহ অন্যান্য নিত্যযাত্রীদের ক্ষেত্রে এলো এক দুঃসংবাদ।

জানা গেছে ওই দিন রক্ষণাবেক্ষণ এর জন্য কিছু ট্রেন বাতিল করা হবে ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে এই ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ঐদিনই রুট ঘুরিয়ে দেওয়া হবে ১৫ টি একাধিক এক্সপ্রেস ট্রেনের। বারুইপাড়া চন্দনপুর ট্রেনের কাজ চলবে আগামী শনিবার ১০ই ডিসেম্বর থেকে রবিবার ১১ই ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত চন্দনপুর স্টেশন প্রায় বন্ধই থাকবে। এই কারণে বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে ।

আসুন জেনে নি কোন কোন ট্রেনগুলি বাতিল করা হবে হাওড়া থেকে বাতিল করা হবে। ৩৬৮৫৫ এই ট্রেনটি বাতিল হবে ১০ই ডিসেম্বর শনিবার ১১ ই ডিসেম্বর রবিবার বাতিল হবে ৩৬৮১১, ৩৬,৮১৩ এবং ৩৬৮১৫ লোকাল ট্রেন গুলি এছাড়া রবিবার ১১ই ডিসেম্বর বাতিল হবে বর্ধমান থেকে ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৬, ৩৬৮৫৬ লোকাল ট্রেন গুলি ।

আরো খবর: ১০০ ও ৫০০ টা’কা’র নোট নিয়ে ব’ড় সি’দ্ধা’ন্ত RBI-র, জানুন বি’শ’দে

এবার আসুন জানা যাক কোন কোন ট্রেনের রুটগুলি ঘুরিয়ে দেওয়া হবে। ১২৩০৭ এর আপ হাওড়া যোধপুর এক্সপ্রেস। ১২৩২১ আপ হাওড়া মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজার টার্মিনাস মেল। ১২৩৩১ আপ হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস ।

১৩১৬৫ আপ কলকাতা সীতা মারি এক্সপ্রেস, ১২৯৮৭৮ শিয়ালদা আজমের এক্সপ্রেস। ১২৩৭৭ আপ শিয়ালদা নিউ আলিপুর পদাতিক এক্সপ্রেস। ২২৫০২ ডাউন নিউ তিনসুকিয়া ব্যাঙ্গালুরু এক্সপ্রেস।

১২৩৭০ ডাউন দেরাদুন এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস। ১২৩০৮ ডাউন যোধপুর হাওড়া এক্সপ্রেস। ১৩০৭২ ডাউন জামালপুর হাওড়া এক্সপ্রেস। ১২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেস। ১২৩৫২ ডাউন রাজেন্দ্রনগর হাওড়া এক্সপ্রেস। ১৩১৪৮ ডাউন বামন হাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস। ১২৩৪৪ ডাউন হলদিবাড়ি, শিয়ালদা দার্জিলিং মেল। ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস।