Big Breaking মনমোহন সিং হঠাৎ বুকের ব্যাথা নিয়ে ভর্তি এইমসে

মনমোহন সিং বুকের ব্যাথা নিয়ে ভর্তি এইমসে

এবার দেশে করোনা আবহে, সবাই এই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আর এর মধ্যেই দৈনিক কিছু না কিছু খারাপ খবর সামনে আসছেই। সত্যি অনেকে এই বছরটাকেই খারাপ চোখে দেখছে। কারণ এই বছর অনেক মানুষের প্রাণ কেড়েছে। বিখ্যাত অভিনেতা আরফান খান, ঋষি কাপুরের মতো অভিনেতা সবার প্রাণ কেড়েছে এই ২০২০ সাল। এগুলো বড় বড় ধরনের, তবে ছোট খাটো অনেক ঘটনাই দেশে হয়ে চলেছে। আর তারমধ্যে করোনা তো আছেই। এই করোনা বছরের প্রথম থেকেই দেশে হানা দিয়েছে।

এবার এরমধ্যেই একটি বড় খবর সামনে এলো, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবার অসুস্থ হয়ে ভর্তি হলেন এইমসে। জানা গেছে তিনি নাকি বুকের ব্যাথা নিয়ে এবার ভর্তি হয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। এটা এই মুহূর্তে কোনোভাবেই ভালো খবর না। এর থেকে বেশী এখন আর কিছুই জানা যায় নি। তবে এটা খুবই চিন্তার বিষয়।