সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই কয়েকটি জিনিস জানলে আপনার ক্রেডিট কা’র্ড হবে সবচেয়ে ভা’লো বন্ধু!

আমেরিকানরা সবথেকে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন এমনটাই জানা যায়। দোকানে গিয়ে কিছু কিনলেই ক্রেডিট কার্ড ধরিয়ে দেন আমেরিকানরা। ফেডারেল রিজার্ভের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটা যাবতীয় কেনাকাটার ৭৪ শতাংশ। ক্রেডিট কার্ডের বিল পরিষদের ক্ষেত্রে ভারতীয় এবং আমেরিকানদের মধ্যে খুব একটা তফাৎ নেই।

সময়ই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে কি হতে পারে?? এক্ষেত্রে জরিমানা দেওয়ার পাশাপাশি সুদ বেড়ে যায়। সেটাও না শোধ করলে সুদের উপর আরো সুদ চেপে বসে। তখন ক্রেডিট কার্ড আপনার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। কিন্তু ক্রেডিট কার্ড তো শত্রু নয় বরং এর অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনার বন্ধু হয়ে যেতে পারে ক্রেডিট কার্ড যদি কিছু অভ্যেস আপনি বদলে ফেলতে পারেন।

ক্রেডিট কার্ডকে বেস্ট ফ্রেন্ড বানাতে পারলে আপনার কেল্লাফতে। তাই কি কি নিয়ম মানতে হবে চলুন দেখে নেওয়া যাক। প্রতিমাসে সম্পূর্ণ বিল পরিশোধ করার চেষ্টা করবেন। হয়তো এটা খুব শক্ত কাজ মনে হতে পারে কিন্তু ঋণ এবং কেনাকাটার উপর শুধু আটকানোর এটাই একমাত্র উপায়।

আরো খবর: এই মুহূর্তে ব’ড়ো খবর, আবাস যোজনায় অনুমোদনের সময় বা’ড়ি’য়ে দি’লো কেন্দ্র

সম্পূর্ণ বিল পরিশোধের পাশাপাশি নিশ্চিত করতে হবে, যেন সেটা আপনি সময় মতো দেন। দেরিতে বিল মিতালী বেশিরভাগ ব্যাংক অতিরিক্ত চার্জ নিয়ে নেয়। সেটা প্রায় ৩৯ ডলার পর্যন্ত হতে পারে। সময়মতো বিল পরিশোধ করলে সুদের হার কম থাকে। এটা ক্রেডিট স্কোর এবং সামগ্রিক ক্রেডিট হিস্টরি বাড়ানোর দুর্দান্ত উপায়।

বিল পরিশোধের তারিখ ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে ফোনের রিমাইন্ডার বা ক্যালেন্ডারের ঠিক মেরে রাখতে হবে আপনাকে।নগদ লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার অনেক সহজ উপায়। কোথায় কত খরচ হলো তার হিসাব রাখতে কোন রশিদ লাগে না আপনাকে। বদলে কোথায় কত টাকা খরচ হয়েছে কত বাকি আছে তা আপনি অনলাইনে লগইন করে দেখতে পারেন।

সপ্তাহে অন্তত একটি বার লগইন করলে আপনি আপনার খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।। সামর্থের বেশি বিল আসার সম্ভাবনা থাকলে অবিলম্বে ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করতে হবে আপনাকে। ক্রেডিট কার্ড ওয়েবসাইটে খরচ ট্র্যাক করার বেশ কয়েকটি টুল থাকে তা ব্যবহার করা যায়। প্রয়োজনমতো।

সব ক্রেডিট কার্ডে ক্রেডিট সীমা থাকে। কার্ডে অতিরিক্ত ব্যয় করার প্রবণতা থাকলে কোম্পানিগুলিকে সীমা কমানোর অনুরোধ হতে পারেন আপনি। ধরা যাক কারোর মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০ হাজার টাকা খরচ করা সামর্থ্য আছে। তিনি কোম্পানিকে ফোন করে ওই পরিমাণ টাকা নিজের ক্রেডিট সীমা করে নিতে পারেন। ক্রেডিট কার্ড কোম্পানি আপনার সীমা কার্যকরী করলে আপনার খরচ অটোমেটিক কম হয়ে যাবে।

আরো খবর: ৭.৭৫ শতাংশ সুদ মি’ল’বে মাত্র ১৮ মাসের ফিক্সড ডিপোজিটে, কোন ব্যাংক দি’চ্ছে এই সু’বি’ধা?

অনেক লোক ক্রেডিট কার্ডের ঋণের ফাঁদে আটকে পড়েন যারা সবথেকে বড় কারণ তারা সমস্ত কেনাকাটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করার চেষ্টা করেন ফলে বিল বাড়তে থাকে। তাই বিশেষজ্ঞরা বলেন একমাত্র বড় কেনাকাটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করা উচিত। প্রথমেই নগদে সঞ্চয় করা তারপর ক্রেডিট কার্ড দিয়ে সেটা কেনা সব থেকে ভালো উপায়।

যেমন ধরা যাক কেউ 30000 টাকা দিয়ে টিভি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন এবং তিন মাসের মধ্যে পরিশোধ করতে চান তবে নিশ্চিত করতে হবে তিনি তিন মাসের জন্য মাসে 10000 টাকা করে দ্বিতীয় প্রস্তুত কিনা। টিভি বা ফ্রিজের টাকা সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত অন্যান্য কেনাকাটায় ক্রেডিট কার্ড ব্যবহার না করাই ভালো।

ক্রেডিট কার্ডের সমস্ত সুযোগ-সুবিধা নিতে চাইলে রিওয়ার্ডগুলো বুঝে নিতে হবে। রয়েছে ক্যাশব্যাক হোটেল লয়ালিটি পয়েন্ট ফ্রিকোয়ারেন্টি ফ্লায়ার মাইলস। এগুলি ব্যবহার করে নিয়মিত খরচ যেমন মুদিখানা এবং যাবতীয় খরচ আপনি চালাতে পারবেন।