সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্যোতিষশাস্ত্র হি’সে’বে আগামী দিনগুলো দেশের জন্য কেমন হ’তে পা’রে জেনে নিন

ভারতের ইতিহাস এত পুরনো যে কবে ভারতের সৃষ্টি হলো তা বলা কঠিন। তবে আমরা সকলেই জানি আমাদের ভারতে ব্রিটিশ সাম্রাজ্য আসার পর ঠিক কতটা হেনস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে ভারতীয়দের। আর কত রক্তের বিনিময়ে তবে ১৯৪৭ সালে ১৫ ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল আমাদের ভারত। ভারতে আসা সকল ঝড় ঝাপটার সাথে এভাবেই করে আসছে ভারতীয়রা।

তবে আমাদের ভারতের ভবিষ্যৎ কী এই নিয়ে আমরা সকলেই সব সময় চিন্তিত থাকি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভারতের কুন্ডলি বৃষ রাশির এবং কর্কট রাশির। আমরা যদি ১৭ জানুয়ারিতে শনির বর্তমান গমনের দিকে তাকাই তবে এটি কর্কট রাশি থেকে অষ্টম ঘরে এবং তুলা রাশি থেকে পঞ্চম ঘরে এবং বৃহস্পতি কর্কট রাশি থেকে নবম ঘরে এবং বৃষ রাশি থেকে ষষ্ঠ ঘরে গমন করছে।

আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ রাহু আরোহণ থেকে সপ্তম ঘরে এবং চন্দ্র রাশি থেকে দশম ঘরে প্রবেশ করছে। বর্তমানে ভারতের কুণ্ডলীতে চন্দ্রের মহাদশা চলছে, যার অন্তঃদশা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কেতুর দ্বারা প্রভাবিত হতে চলেছে এবং তার পরে শুক্রের মহাদশা ২০২৩ সালে থাকবে। তাই ভারতের মানুষের জন্য কেমন দিন আসতে পারে আগামী দিনে জেনে নেওয়া জরুরী।

আরো খবর: আমি কোনদিন কা’রো সাহায্য পায়নি, গান করতে নতুন শিল্পীদের নিয়ে বি’স্ফো’র’ক কুমার শানু

১.যেমন শাস্ত্র মতে বলা হচ্ছে, গ্রহের অবস্থান অনুসারে ভারতের সাধারণ জনগণের জন্য কিছু ভাল স্কিম চালু করা যেতে পারে।

২.ভারতের প্রবৃদ্ধি ধীর তবে পরিকল্পিত হবে এবং ২০২৩ সালের শেষ নাগাদ ভারতের অর্থনীতি ভালো অবস্থায় উপস্থিত হবে।

৩. দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে পারে। তবে বিদেশি সহযোগিতা অব্যাহত থাকবে।

৪. সীমান্তবর্তী দেশগুলো থেকে ভারতের ওপর ক্রমাগত চাপ থাকবে এবং ভারতকে সীমান্ত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

৫. গোয়েন্দা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং কর ব্যবস্থার উন্নতিই হবে মূল ফোকাস। যে কোনও নতুন শিক্ষানীতি বা পরিকল্পনা শুরু করা যেতে পারে দুর্বলদের শিক্ষা দেওয়ার জন্য।

৬. ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং ধর্মীয় স্থান নির্মাণ ও পুনরুজ্জীবনে মনোযোগ দেওয়া হবে।

৭.দেশে সেনাবাহিনীকে শক্তিশালী করতে দেশে নতুন সম্পদের ক্রয়-বিক্রয় এবং তাদের উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে।