সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লক্ষ্মীপুজোর আগে বাড়ি থেকে এই জিনিসগুলো বে’র করে রাখুন, ব’জা’য় থাকবে মায়ের কৃ’পা’দৃ’ষ্টি

আর কিছুদিন পরেই লক্ষ্মীপুজো। কিন্তু অনেক বাঙালি বিশ্বাস করেন দীপাবলীর দিন মা লক্ষ্মী আসেন প্রত্যেক বাড়িতে। তাই দীপাবলীর দিন মা লক্ষীকে পুজো করা হয়, বিদায় করা হয় অলক্ষী কে। এইদিন প্রত্যেকবারই আলোই আলোই সাজিয়ে দেওয়া হয় যাতে মা লক্ষ্মী সহজে প্রবেশ করতে পারেন বাড়িতে। কিন্তু শুধুমাত্র পুজো করলে আর ঘর সাজাতে হবে না, দীপাবলীর আগেই করতে হবে এমন কিছু কাজ, যা আপনাকে সুস্থ এবং স্বচ্ছল থাকতে সাহায্য করবে।

দীপাবলির আগেই বাড়িতে ভাঙ্গা আয়না থাকলে তা সরিয়ে ফেলতে হবে। ভাঙ্গা আয়না ঘর এর আগে নেতিবাচক শক্তি তৈরি হয়। শুধুমাত্র ভাঙ্গা আয়না নয়, দেব দেবীদের খন্ডিত প্রতিমা রাখা উচিত নয় বাড়িতে। দীপাবলীর আগে কোন খন্ডিত ছবি অথবা প্রতিমা থাকলে তা ভাসান করে দেওয়া ভালো। ভাঙ্গা পাত্রগুলি ঘরে বিভেদ সৃষ্টি করতে পারে।

দীপাবলির আগে আপনি যে জুতো ব্যবহার করে না সেগুলো সরিয়ে ফেলবেন। ছেঁড়া অথবা পুরনো জুতো ঘরে রাখলে নেতিবাচকতা তৈরি হয়। এছাড়া বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনোই রাখবেন না বাড়িতে। এছাড়া ঘরে যদি কোন খারাপ বৈদ্যুতিক যন্ত্র অচল অবস্থায় পড়ে থাকে তাহলে দীপাবলীর আগে সেগুলি বাড়ির বাইরে বের করে দিন। ছাদ পরিষ্কার রাখুন এবং ঘরের কোনায় আবর্জনা জমতে দেবেন না।