সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কন্যাদান প’লি’সি: মাত্র ১৩০ টা’কা মেয়ের বিয়ের জ’ন্য জ’মা’ন, হাতে পাবেন ২৭ লক্ষ টা’কা

সন্তানের জন্মের পর থেকেই বাবা-মা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে অল্প অল্প করে সঞ্চয় করতে শুরু করেন। কন্যা সন্তানের জন্মের পর তার ভবিষ্যত সুদৃঢ় করার জন্যেও সঞ্চয় করতে শুরু করেন অভিভাবকেরা। কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যারা বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য এলআইসির তরফ থেকে চালু করা একটি উল্লেখযোগ্য স্কিম হলো এলআইসি কন্যাদান পলিসি।

মেয়ের পড়াশোনা কিংবা বিয়ের জন্য যারা সঞ্চয় করতে চাইছেন তাদের জন্য উল্লেখযোগ্য হলো এই প্রকল্প। এখানে অল্প অল্প করে সঞ্চয় করলেই ভবিষ্যতে বড়োসড়ো লাভের সুযোগ মেলে। এই প্রকল্পে যদি প্রতিদিন ১৩০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে মোটা অংকের টাকা সঞ্চয় হয়। তার উপর আবার সুদ মিলবে মোটা টাকার। প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করলে বার্ষিক ৪৭,৪৫০ টাকা জমা করতে হয়।

এই পলিসির একটি উল্লেখযোগ্য ফিচার হলো, পলিসি সম্পন্ন হওয়ার আগে তিন বছরেরও কম সময়ের জন্য প্রিমিয়াম জমা করা যাবে। ২৫ বছর পরে এই প্রকল্পে ২৭ লক্ষ টাকা পাওয়া যাবে । LIC Kanyadaan policy-তে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর এবং বিনিয়োগকারীর মেয়ের ন্যূনতম বয়স ১ বছর হতে হবে। নূন্যতম ১৩ বছরের জন্য বিনিয়োগ করা যায়।

পলেসি চলাকালীন যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় সে ক্ষেত্রে বীমা সংস্থার তরফ থেকে তার পরিবারের হাতে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। কোনও ব্যক্তি যদি ৫ লক্ষ টাকার বিমা করে থাকেন তাঁকে ২২ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৯৫১ টাকা দিতে হবে। তাহলে তিনি ম্যাচিউরিটির পর ১৩.৩৭ লক্ষ টাকা পাবেন। ১০ লক্ষ টাকার বিমা করালে প্রতিমাসে ৩,৯০১ টাকা দিতে হবে। তাহলে তিনি ম্যাচিউরিটির পর পাবেন ২৬.৭৫ লক্ষ টাকা। ৮০ সির অন্তর্গত ধারায় আয়কর ছাড়ের ব্যবস্থা রয়েছে এই পলিসির উপর। আধার কার্ড, আয়ের প্রমাণপত্র, পরিচয়পত্র এছাড়াও জন্মের প্রমাণপত্রের মত গুরুত্বপূর্ণ নথি দিয়ে এই পলিসির রেজিস্ট্রেশন করানো হয়।