সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র কয়েক মিনিট অ’পে’ক্ষা! পালাবে স’ব আরশোলা, জানুন স’হ’জ উ’পা’য়

ঘরবাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে কীটপতঙ্গ সবার আগে বাধা হয়ে দাঁড়ায়।তার মধ্যে আরশোলা হচ্ছে সবচেয়ে প্রধান।নোংরা আবর্জনায় তাদের বাস এবং এরা রোগ ভোগ টেনে আনে অনেক সহজেই।বাথরুম রান্নাঘর নানা কোনায় কোনায় আরশোলা লুকিয়ে থাকে।ঘর থেকে আরশোলা তাড়াতে বাজারচলতি কিছু রাসায়নিক জিনিস এর ওপরে অনেকেই নির্ভর করেন।কিন্তু এই রাসায়নিক জিনিসের কিছু ক্ষতিকারক দিক ও আছে।তবে ঘরোয়া পদ্ধতি কিছু জানা থাকলে আরশোলা ঘর থেকে অনেক সহজেই তারিয়ে ফেলা যায়।

তেজ পাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারেনা।সেই কারণেই সপ্তাহে দু তিন দিন তেজপাতা গুঁড়ো করে ঘরের আনাচে-কানাচে ছড়িয়ে দিন তাহলে খুব সহজেই আরশোলা খুব সহজেই পালিয়ে যাবে।

মধু অথবা চিনির সাথে বেকিং সোডা মিশিয়ে দিন।আবার মিষ্টির সাথেও মিশিয়ে দিয়ে রাখতে পারেন। মিষ্টির লোবে আরশোলা তার কাছে আসবে এবং বেকিং সোডার প্রকোপে মারাও যাবে।

বরিক পাউডার এর সঙ্গে আটা ময়দা মিশিয়ে ঘরের চারপাশে ছড়িয়ে দিন আরশোলা মারা যাবে। ঘর মোছার সময় সেই জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘর মুছুন তাতে আপনার ঘর পোঁকামাকর মুক্ত হবে।এবং আরশোলা ও থাকবে না।

বোরিক এসিডের সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করুন এতে শুধু আরশোলাযই যাবে তা নয় ঘরে কোনো পোকামাকড় ও থাকবে না। তিনি টানে যেমন আসলে আসবে যেমন বোরিক অ্যাসিডের সংস্পর্শে এলে আরশোলা মারা পড়বে।

1 লিটার জলে কিছুটা গোলমরিচ কিছুটা পেঁয়াজ ও কিছুটা রসুন বেটে জলে মিশিয়ে দিন। চাইলে এই জল দিয়ে ঘর মুছতে পারেন। এবং এই জল বাথরুমে ছিটিয়ে দিন। আরশোলা মুক্ত হবে আপনার বাড়ি। এই মিশ্রণের গন্ধ একেবারেই সহ্য করতে পারবে না আরশোলা ফলে আপনার বাড়ি ছেড়ে দ্রুত পালাবে।