সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ত্র কয়েক ঘন্টার অ’পে’ক্ষা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধে’য়ে আসছে তু’মু’ল বৃষ্টি

প্রায় প্রত্যেক দিনই থাকে আকাশের মুখ ভার। এমতাবস্থায় আগামী দু তিন ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিল আবহাওয়া দপ্তর। সেই তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মতো বিভিন্ন এলাকা।

আবহাওয়া দপ্তরের সকাল নটা কুড়ি মিনিটে বুলেটিন অনুযায়ী এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল থেকেই আজ কলকাতায় মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা,হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এলাকাতে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা তৈরি হবার কারণে পাঞ্জাব থেকে বাংলা উড়িষ্যা উপকূলে নিম্নচাপ পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা তৈরি হবার ফলে আগামী চার পাঁচদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উপকূলবর্তী এলাকাতে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে. মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই কয়েকদিন।