একের পর এক আকর্ষণীয় অফার দিয়ে ভারতের টেলিকম বাজারে দারুন জনপ্রিয়তা পেয়েছে জিও। এবার আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে আসল জিও। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। দর্ষকশুন্য মাঠেই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। তাই এবার আইপিএল দেখার একমাত্র উপায় টিভি অথবা মোবাইল।
জিও ৫৯৮ টাকার একটি প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে পাওয়া যাবে ১১২ জিবি হাইস্পিড ডেটা এবং Disney+ Hotstar VIP এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। বিস্তারিত জেনে নিন এই প্ল্যান সম্পর্কে।
এই প্ল্যানে পাবেন প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা, জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা, নন-জিও নেটওয়ার্কে ২ হাজার মিনিট কল করার সুবিধা। জিও অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন পাবেন এবং পাবেন Disney+ Hotstar VIP এর ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিন।