সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সপ্তাহেই ল’ঞ্চ হচ্ছে Jio 5G ফোন, জানুন ফিচার্স ও দা’ম

যারা ফাইভ-জি ফোন ব্যবহার করতে চান তাদের জন্য জিও কোম্পানির তরফ থেকে এলো সুখবর। খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে জিও ফাইভ-জি ফোন। জিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৪শে জুন সংস্থার তরফ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সেই মিটিং-এ ফাইভ-জি ফোন লঞ্চ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। গ্রাহকের বেশ কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

বিগত বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে জিও ফাইভ-জি ফোন লঞ্চ করতে চলেছে। সকলের সাধ্যের মধ্যেই যাতে এই নতুন ফোনের দাম থাকে তার দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে। গুগোলের তরফ থেকে জানানো হয়েছে যে জিও কোম্পানির এই নতুন ফোন লঞ্চের জন্য ৩৩৭ কোটি ডলার খরচ করা হতে চলেছে। দেশের ২০ কোটি টু-জি ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যেই কার্যত নতুন ফাইভ-জি ফোন আনতে চলেছে জিও।

২.৪ ইঞ্চি TFT ডিসপ্লের ফোনে রেসোলিউশন থাকবে ৩২০X২৪০ পিক্সেলের। RAM ৫১২ এমবি ও স্টোরেজ ৪জিবির ফোনে দুটি সিম রাখার সুবিধাও থাকছে। এছাড়াও ১২৮ জিবি স্টোরেজ বাড়ানো যাবে বলে জানানো হয়েছে। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম থাকবে ফোনের মধ্যে। ২ মেগাফিক্সেল ক্যামেরা, ০.২ মেগাফিক্সেল সেলফি ক্যামেরা এবং ২০০০ mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার।

আগে জিও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল এই রেঞ্জের ফোন ৫ হাজার টাকার কমে পাবেন গ্রাহক। এখন অবশ্য এই নিয়ে বিশেষ কিছু জানায়নি সংস্থা। আগামী ২৪শে জুন সংস্থার তরফ এর মিটিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা।