সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্যান কা’র্ডে কি নাম ভু’ল? বাড়িতে বসেই ঠি’ক করবেন যেভাবে, দেখে নিন প’দ্ধ’তি

আধার কার্ডের মত প্যান কার্ড হল আরও একটি জরুরী ডকুমেন্টস। কিন্তু সেই জরুরি ডকুমেন্ট যখন তৈরি করা হয় তখন মাঝে মাঝে দেখা যায় যে সেখানে ভুল নাম অথবা ভুল ঠিকানা দেওয়া রয়েছে। ভুল নাম থাকার কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় ভবিষ্যতে। তাই আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো যে প্যান কার্ডের ভুল নাম থাকলে তা কিভাবে সংশোধন করে নেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

PAN কার্ডে নাম সংশোধন/পরিবর্তনের উপায় –

* ব্রাউজার ওপেন করে https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html ওয়েবসাইট খুলুন।
* নতুন স্ক্রিনে Apply Online সিলেক্ট করে, তার পরে অ্যাপ্লিকেশন টাইপ বিভাগে ‘Changes or correction in existing PAN Data/ Reprint of PAN Card (No changes in existing PAN data)’ অপশন সিলেক্ট করুন।

* এবার Category-র মধ্যে Individual সিলেক্ট করে নীচের তথ্যগুলি দিয়ে দিন।
* পদবী, নাম, জন্মের তারিখ, ইমেল আইডি, ভারতের নাগরিক কী না, PAN নম্বর – ইত্যাদি সব জরুরি তথ্য দিন।
* উপরের তথ্যগুলি দেওয়ার পরে , ‘By submitting data to us and/or using our NSDL e-Gov TIN website’ অপশন বেছে নিন।
* এবার ক্যাপচা দিয়ে সাবমিট করুন।
* আপনাকে একটি লম্বা মেসেজ দেখানো হবে।
* এবার ‘Continue with PAN Application Form’ অপশন সিলেক্ট করুন।
* আপনি সেই অপশন বাছলেই, আপনাকে অনলাইন PAN অ্যাপ্লিকেশন পেজে নিয়ে যাওয়া হবে।
* এছাড়াও আপনি চাইলে ‘Photo Mismatch’ ও ‘Signature mismatch’-এর মাধ্যমে ছবি ও সই আপডেট করতে পারবেন।