সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

INS Vikrant-কে বি’স্ফো’র’ণে উড়িয়ে দেওয়ার হু’ম’কি, ক’ড়া নিরাপত্তা Cochin Shipyard-এ

আরো একবার উড়ো একটি চিঠি পেয়ে রীতিমতো তটস্থ হয়ে গেছেন সম্পূর্ণ ভারতীয় নৌসেনা। উড়ো চিঠিতে কোচিন শিপইয়ার্ড উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বেনামী উৎস থেকে পাওয়া গেছে এই ইমেইল। ইতিমধ্যেই উৎস সম্পর্কে খোঁজ করতে শুরু করেছেন পুলিশ। ইমেইলে ভারতীয় নৌসেনার এয়ারক্রাফট ক্যারিয়ারে আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার কোচিন শিপ্যার্ড কর্তৃপক্ষের কাছে এই ইমেইল আসে। এই চিঠি থেকে জানতে পারা যায়, ভারতীয় নৌসেনার সম্পত্তি নষ্ট করে দেওয়া হবে অদূর ভবিষ্যতে। হুমকি দেওয়া হয় কোচিন শিপ্যার্ড এবং আইএনএস বিক্রান্তকে উড়িয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ব্যাপারটি তড়িঘড়ি পুলিশকে জানানো হয়।

গোটা ব্যাপারটি নিয়ে তদন্তে নেমে আরনাকুলাম সাউথ থানার পুলিশ। আইনি অ্যাক্টে মামলাও দায়ের করা হয়েছে। শুধুমাত্র স্থানীয় পুলিশ নয়, গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন একাধিক কেন্দ্রীয় সংস্থা। কোন উৎস থেকে এই ধরনের ইমেইল এসেছে, তা খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে এক আফগান নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করে ছিলেন আরনাকুলাম সাউথ থানার পুলিশ। ভিসার মেয়াদ শেষ হয়ে যাবার পরেও গুরুত্বপূর্ণ কোচিন শিপইয়ার্ডে কাজ করে চলেছেন ওই ব্যক্তি। সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করে ছিলেন পুলিশ। দুটি ঘটনার যোগসুত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ।