সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গে শিশু মৃ’ত্যু’র হা’র বেড়েই চলেছে! পুজোর আগে উ’দ্বে’গ অভিভাবকদের মধ্যে

উত্তরবঙ্গে কিছুতেই থামছে না মৃত্যুর হার। ক্রমাগত শিশু মৃত্যুর সংখ্যা যেভাবে বেড়ে চলেছে, তাতে করে উদ্বিগ্ন চিকিৎসক মহল থেকে শুরু করে অভিভাবক। শুক্রবার বিকেলে আরো তিনজন শিশু মৃত্যুর খবর পাওয়া গেল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে। ইতিমধ্যেই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জন শিশুর। একজনের মৃত্যু হয়েছে এ আর আই তে, বাকিদের মৃত্যু হয়েছে অন্যান্য রোগে।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে সকল শিশুদের মৃত্যু হয়েছে তার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এ আর আই তে। এই ঘটনা ইতিমধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। অন্যান্য জেলা থেকে রেফার করা রোগী ভর্তি হচ্ছে উত্তরবঙ্গ হাসপাতালে, যার ফলে রোগী ভর্তির চাপও বেড়ে যাচ্ছে প্রত্যেকদিন। নতুন করে ২৪ ঘণ্টায় শিশু ভর্তি হয়েছে ৪৯ জন যার মধ্যে এআর আইতে আক্রান্ত ১৬ জন শিশু। মেডিকেল সুপার সঞ্জয় মল্লিক জানিয়েছেন, বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে শিশুদের। কম ওজন ছাড়াও রয়েছে শারীরিক দুর্বলতা, রয়েছে হার্টের অসুখ।

কিন্তু অভিভাবকরা জানাচ্ছেন, সামান্য সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি করা হয়েছে শিশুদের। তাই শিশু মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। এক মৃত শিশুর মা আলিয়া খাতুন জানিয়েছেন, জ্বর সর্দি-কাশি নিয়ে ভর্তি করা হয়েছিল তার শিশুকে। কিন্তু মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হার্টের দুর্বলতা। এদিকে শিশুদের rt-pcr পরীক্ষা করানো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এই প্রসঙ্গে সুপার দাবি করেছেন, জ্বর নিয়ে আসা সমস্ত শিশুদের পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট নেগেটিভ এর সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে শিশুদের। পরে কোন উপসর্গ ধরা পরলে আরটিপিসিআর টেস্টও করানো হচ্ছে। সেই রিপোর্ট দেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেক সময় rt-pcr রিপোর্ট আসতে অনেক দেরি হয়ে যায় তাই জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য rat পরীক্ষা করানো হচ্ছে।

সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রত্যেকদিন উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। অন্য জেলা থেকে আসা অভিভাবকরা মেডিকেল কলেজে রাত কাটাচ্ছেন বেশিরভাগ দিন। কিছুতেই জ্বর কমছে না, ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটছে। কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্র থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি একেবারে উদ্বেগজনক নয়।