Home আবহাওয়া কোন দিকে ছু’টে আসছে সাইক্লোন “মোকা”? ঘূর্ণিঝড় কি দিক পরিবর্তন করবে?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন দিকে ছু’টে আসছে সাইক্লোন “মোকা”? ঘূর্ণিঝড় কি দিক পরিবর্তন করবে?

গতকাল নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন মোচা নিয়ে আতঙ্ক করার কোন কারণ নেই সব দিক থেকে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। এবার অশনি সংকেতের কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপর অবস্থান করছে মোচা, আগামী দিনে তার উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে চলেছে।

এরপর তা কিছুটা বাক নেবে। এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণের রাজ্য গুলির উপর কালো মেঘ দেখা গিয়েছে। কখন কোথায় কিভাবে আছড়ে পড়বে মোচা তা বলা যাচ্ছে না। তবে স্থলভাগে আছড়ে পড়লে তা কতটা ক্ষতি হানতে পারে সেটা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না হাওয়া অফিস।

আজ সন্ধ্যা নাগাদ হাওয়া অফিস জানাতে পারবে এর কার্যক্রম। গভীর নিম্নচাপে পরিণত হবে মোচা। বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে এই নিম্নচাপ। এরপর তার স্থলভাগের উপর আছড়ে পড়বে আগামী ১২ তারিখ। আগামীকাল এই ঘূর্ণিঝড় সিস্টেম মোচায় পরিণত হতে চলেছে।

আরো খবর: এটাই মনে হয় সেরা অফার! বন্দে ভারতে চেপে কামাখ্যায় পুজো দিয়ে ফিরে আসুন বাড়িতে

প্রাথমিকভাবে জানা গিয়েছে ১২ তারিখ এই ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং মায়ানমারের উপরে এগিয়ে যেতে পারে। এরপরে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরালা তামিলনাড়ু দক্ষিণ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গা নায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।

আজ সকালে এই নিম্নচাপ কিছুটা শক্তি পেয়েছে বলে জানা গিয়েছে। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার হতে পারে। বঙ্গোপসাগরে ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

হাওয়া দপ্তর আরো জানিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে এই মোচা। পশ্চিমবঙ্গের জন্য একটা আশার কথা, এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোন প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বললেই চলে।