সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হা’ড়’হি’ম করা ঘ’ট’না প্রতিবেশী রাজ্যে, জাতীয় সড়কে মা’ত্র ৪০ মিনিটে ১১ জন গু’লি’বি’দ্ধ

এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ ১১ জন। ঘটনাটি বিহারের বেগুসারাই চাকিয়ার থার্মাল গেটের কাছে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বাকি ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। খবর সূত্রে জানা গেছে মানসিক ভারসাম্যহীন দুইজন ব্যক্তি এই কান্ডটি ঘটিয়েছে। মঙ্গলবার বিকেল নাগাদ দুজন ব্যক্তি হঠাৎ করে বাইক চালাতে চালাতে যাচ্ছিল জাতীয় সড়ক দিয়ে, সেইসময় 30 কিমি জেতে জেতে এই ধরনের তাণ্ডব চালায় তারা।

গোটা বিষয়টিকে নিয়ে এখন পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জানা গেছে প্রথম ঘটনাটি ঘটেছে বচওয়ারা থানা এলাকার গোধনায়। ওই এলাকায় তিন জন আহত হয়েছে। এরপরই তার হাতে গড়া থানার আঁধারপুরের কাছে ২৮ নং জাতীয় সড়ক এসে সেখানে আরও দুই যুবককে তারা গুলি করে।

এরপরেই তান্ডব চালতে থাকে গোটা এলাকা জুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপার যোগেন্দ্র কুমার জানিয়েছেন, দুজন ব্যক্তি বাইকে যেতে যেতে লোকজনের ওপর গুলি করতে থাকে। মনে হয়েছে তারা ভারসাম্যহীন। এই ঘটনাটি বিষয়ে সমস্ত থানাগুলোকে ইতিমধ্যেই অবগত করা হয়েছে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: কা’লা চশমা গানে দু’র্দা’ন্ত পারফর্ম এই মহিলা ক্রিকেট খেলোয়াড়ের, একে চেনেন কি?

এই ঘটনাকে কেন্দ্র করে বিহার পুলিশের এডিজি জেএস গাংওয়ার জানিয়েছেন, এই খবরটি পাওয়ার পরপরই এসপি এবং ডিআইজি ঘটনাস্থলে পৌঁছেছেন। ইতিমধ্যে পুলিশের তল্লাশি চলছে। সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে এবং আশেপাশের জেলাগুলোর পুলিশকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। খবর সূত্রে জানা গেছে ওই অপরাধীরা সমস্তিপুর দিয়ে বেগুসরাই ঢোকে এবং তারপর সেখান থেকে পালিয়ে যায় পাটনায়।