সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তবে কিছুই ক’র’তে পারলেন না, ছিনতাইবাজের ক’ব’লে CID খ্যা’ত অভিনেতা

ছিনতাইবাজের কবলে পড়তে হলো অভিনেতা হৃষিকেশ পান্ডেকে। এই ঘটনায় রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তারপর আবারো সোশ্যাল মিডিয়াতে এই খবর প্রচার হয়ে যেতেই একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তাকে উদ্দেশ্য করে।

সিআইডি খ্যাত এই অভিনেতা ছিনতাইকারীদের কবলে পড়ে যতটা না হয়রানির সম্মুখীন হলেন তার থেকেও বেশি সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ে নাস্তানাবুদ তিনি!

সিআইডি ইন্সপেক্টর শচীন ওরফে হৃষিকেশ পান্ডে সম্প্রতি পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এসি বাস থেকে তার নগদসহ জরুরী কাগজপত্র রাখা স্লিংব্যাগ চুরি হয়ে গেছে।

আরো পড়ুন: বাবা সুনীল শেট্টি বলেই বলিউডে টি’কে আ’ছি, ইন্ডাস্ট্রিতে নেপোটিজমের অ’স্তি’ত্ব স্বী’কা’র করলেন আহান

কোবালা থেকে তারদেও যাওয়ার পথে এই ঘটনা ঘটে। অভিনেতা জানিয়েছেন সন্ধ্যে সাড়ে ছটার সময় বাসে ওঠেন তারা। বাস থেকে নেমে তার চোখে পড়ে ব্যাগের মধ্যে নগদ টাকা আধার কার্ড প্যান কার্ড গাড়ির কাগজপত্র সব চুরি হয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Hrishikesh Pandey (@hrishikesh.11)

এরপর মালার পুলিশকে এ বিষয়ে খবর দেওয়া হয়। পর্দার সিআইডি ইন্সপেক্টর নিজেই চোরেদের কবলে পড়েছেন! এই ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়াতে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। অভিনেতা আশাবাদী পুলিশ নিশ্চয়ই এই বিষয়ে খোঁজখবর নেবে এবং মামলা সমাধান করবে।

1998 থেকে 2018 সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়ে এসেছে সিআইডি। ভারতীয় টেলিভিশনের অন্যতম কালজয়ী টেলিভিশন শো ছিল সিআইডি। এখনো এই শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে।