সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা, ভো’টে হারতেই দুবছর আ’গে বি’ত’র’ণ করা কম্বল কাড়লেন প্রা’র্থী

ভোটে জয়লাভ করার জন্য প্রার্থীদের কত কিছুই না করতে হয়। ভোটারদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা শুধু নয়, ভোটের আগেই চলে দেদার উপহার বিতরণ উৎসব। কোথাও টেবিল ফ্যান, কোথাও মিক্সার গ্রাইন্ডার, কোথাও আবার খাওয়ার জন্য টাকা কিংবা মাংস ভাত! তবে প্রতিবেশী বাংলাদেশে এমন প্রার্থীও রয়েছেন যিনি ভোটে হেরে গেলে তার দেওয়া উপহার ফিরিয়ে নেন!

টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী ছিলেন রমেছা খানম। দু’বছর আগে তিনি ওই ওয়ার্ডের 4 ব্যক্তিকে কম্বল দান করেছিলেন। তবে এবার ভোটে হেরে গিয়েই বেজায় চটে যান ওই প্রার্থী। তাই তার রাগ গিয়ে পড়ে কম্বল প্রাপকদের উপর। তাই তিনি দু’বছর আগে বিতরণ করা কম্বল কেড়েই নিলেন।

ওই প্রার্থীর আশঙ্কা যদি তিনি কম্বল বিতরণ করেছিলেন তারা তাকে ভোট না দিয়ে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জ্যোৎস্নাকে ভোট দিয়েছেন! যদিও এই নিয়ে জল্পনা শুরু হতেই তিনি অবশ্য সম্পূর্ণ ঘটনাকেই রটনা বলে দাবি করেন। তার দাবি বিরোধীরা থাকে বদনাম করতে এমন রটনা রটাচ্ছে। তিনি এমন কিছুই করেননি।