সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুল টি’চার’দের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

সরকারি স্কুল শিক্ষক। তারা টিউশনি পড়াতে পারবেন না। এমনকি শিক্ষার অধিকার আইনে পুরোপুরি নিষিদ্ধ। তা সত্ত্বেও বেশকিছু সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন।

এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর অবশেষে নড়েচড়ে বসল। রাজ্যের স্কুল শিক্ষা দফতর এবার রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যাতে কোনও ভাবেই প্রাইভেট টিউশানি করতে না পারেন তার জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল। সোমবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে সেখানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা এবার থেকে আর কোনও ভাবেই প্রাইভেট টিউশান করতে পারবেন না।

এই নিয়মের অন্যথা হলে তার চাকরিও কেড়ে নিতে পারবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আটকে দেওয়া হতে পারে পেনশানও।