সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এইভাবে বিদ্যুৎ বিল প’রি’শো’ধ করতে পারলে ২০০০ টা’কা পর্যন্ত ক্যাশব্যাক!

দিন দিন ডিজিটালাইজেশন হচ্ছে দেশের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনলাইন শপিংঅনলাইন পড়াশোনা এমনকি অনলাইন পেমেন্টের উপরেও জোর দিয়েছেন। আর এই অনলাইন পেমেন্টের অন্যতম মাধ্যম হলো paytm। পেটিএমের তরফে বিদ্যুৎ বিল দিলেই মিলবে এক আকর্ষণীয় উপহার। সম্প্রতি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেটিএম ঘোষণা করেছে তাদের অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল শোধ করলে গ্রাহকরা ১০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। অর্থাৎ টাকা দিলে টাকা আসবে পেটিএমে।

এমনই সুবর্ণ সুযোগ করেছে এই অ্যাপ। সম্প্রতি পেটিএম কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিমাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যদি কোন গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তবে তিনি এই অফার পাওয়ার উপযোগী হবেন। ১০ থেকে ১৫ তারিখ পেটিএমের বিজলি ডেজ। বিদ্যুৎ বিল পরিশোধ করলে এই দিনগুলিতে পাওয়া যাবে অতিরিক্ত সুবিধা। বিভিন্ন শপিং এবং ভ্রমণের ক্ষেত্রেও ডিসকাউন্ট দেবে পেটিএম। যারা প্রথমবার ব্যবহার করছেন তাদের জন্য ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এর অফার দিচ্ছে পেটিএম।

এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। ELECNEW200 এই কোড ব্যবহার করলেই পেয়ে যাবেন এই সুযোগ। বিএইএস এস রাজধানী টরেন্ট পাওয়ার লিমিটেড, উত্তরপ্রদেশ থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড টাটা পাওয়ার সহ আরো ৭০ টি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার বিল মেটানো যায় পেটিএম এর মাধ্যমে। পেটিএম অ্যাপের হোম পেজে চলে যেতে হবে। সেখান থেকে রিচার্জেস অ্যান্ড বিল পেমেন্টস ক্লিক করলেই ইলেকট্রিসিটি অপশনটি বেছে নিন।

আরো খবর: পা’ঠা’ন ছবির “বেশরম” গানের সু’র পুরোটাই চু’রি করা! ভিডিও শে’য়া’র করে অভিযোগ

এরপর বেছে নিতে হবে কোন সংস্থার জন্য বিদ্যুৎ বিল মেটাতে চলেছেন আপনি।গ্রাহক সনাক্তকরণ নম্বর দিয়ে এগিয়ে যেতে হবে পরবর্তী ধাপে। এরপর আসবে পেমেন্ট মোড। এই প্রসঙ্গে পেটিএম এর মুখপাত্র জানান, মোবাইল পেমেন্টের পথপ্রদর্শক হিসেবে আমাদের প্রচেষ্টা ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ সুবিধা জনক পরিষেবা প্রদান করা।গ্রাহকরা দৈনন্দিন জীবনেই যাতে আরও ডিজিটালাইজড হতে পারে সেই চেষ্টাই আমরা করে থাকি।