সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চায়েত ভোটে সব টিকিট আমিই দে’ব, তাৎপর্যপূর্ণ বা’র্তা মমতার

সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেটাকেই পাখির চোখ করে এখন শাসক দল থেকে শুরু করে বিরোধী দল তাদের কাজে লেগে পড়েছে। গতকাল কালীঘাটে তৃণমূলের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় যেখানে উপস্থিত ছিল সমস্ত বিধায়ক, সভাপতি ও জেলা পরিষদের সমস্ত সভাধিপতি। তৃণমূল দলের সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক পরিচালনা করেন।

দলের সবাই জানে তৃণমূল দলের মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। তাই এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নও তিনিই দেবেন বলে জানিয়ে দিল। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক দারুণভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই বৈঠকেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সংগঠন নিয়ে নিজের মতামত স্পষ্ট ব্যক্ত করেছেন। দলের পুরনো নেতাদের সম্মান দেওয়ার কথা বলেছেন তিনি ও সাথে আগামী প্রজন্মদেরও একটা নতুন বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আরো খবর: পাঞ্জাব পুলিশের দু’র্দা’ন্ত Action, আ’ট’ক খলিস্তানী লিডার অমৃতপাল সিং

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকেই নাকি বলছে দিদি ছাড়া দল করবো না। তারা কারা? তাহলে এত কষ্ট করে দল করে দিয়ে যাচ্ছি কেন? ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর পর কি কংগ্রেস দল উঠে গিয়েছে? যাদের মনোভাব এমন তাদের আমি বলব ইচ্ছে থাকলে দল ছেড়ে দিতে পারেন।

এদিকে দলের ছাত্র যুবদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনই কেউ টিকিট চাইবেন না আরো কাজ করুন আরও অভিজ্ঞতা অর্জন করুন তারপর। এই পঞ্চায়েত নির্বাচনে একেবারে নিজের হাতে প্রার্থী বাছাই করবেন বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কেউ কাউকে টিকিট দেবেন না সব টিকিট আমি দেব।