সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন কেমন হয়েছে? কি জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা?

২০২৩ সালের পরীক্ষার আজ চতুর্থ তম দিন, এই দিনের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হয়েছে। এই পরীক্ষা হওয়ার পরবর্তীকালে প্রশ্ন উঠেছে যে এবারের প্রশ্নপত্র কেমন হয়েছে? এই প্রশ্নপত্র বিষয়ে এবার মুখ খুলেছে রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ শিক্ষকরা। প্রশ্ন কেমন হয়েছে এই উত্তর ছাড়াও পড়ুয়াদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে সে কোথাও জানান তারা।

কলকাতা পাঠভবনের স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় জানান, যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো প্রত্যাশিত ছিল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন গুলি যথেষ্ট সহজে এসেছে। এমসিকিউ এর সব প্রশ্নই প্রায় জানা ছিল। কয়েকজনের কাছে কিছু প্রশ্ন কঠিন হতে পারে।

যারা বই ভালো করে পড়েছেন এবং টেস্ট পেপার সলভ করেছেন তাদের ক্ষেত্রে এই পরীক্ষা বেশ ভালই হয়েছে।পরীক্ষা বিষয়ে বাগাড়িয়া কালিকা আদর্শ বিদ্যামন্দিরের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার সুস্মিতা ভট্টাচার্য জানিয়েছেন, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলি এসেছে সেগুলো যথেষ্ট সহজ।

আরো খবর: শান্তনুর সম্পত্তির খোঁ’জ করতে হুগলি জেলা জু’ড়ে বি’রা’ট ত’ল্লা’শি অভিযান ED-র আধিকারিকদের

যে সমস্ত বড় প্রশ্ন গুলি এসেছে সেগুলি লেখা অত্যন্তই সহজ। কোনো ঘোরানো প্রশ্ন এবারের পরীক্ষায় দেওয়া হয়নি। এছাড়া এম সি কিউর প্রশ্নগুলো যথেষ্ট সহজ। বই যদি পড়া যায় ভালো করে তবে এই সমস্ত উত্তর গুলো খুব ভালো করেই দেওয়া যাবে।

প্রশ্নপত্র কেমন হয়েছে সেটা জানা গেলেও পরীক্ষা কেমন দিয়েছে পড়ুয়ারা সে বিষয়েও বেশ কিছু উত্তর পাওয়া গেছে। দমদম ক্রাইস্ট চার্চ গার্লস হাইস্কুলের একজন পরীক্ষার্থী নেহা মন্ডল জানিয়েছেন, প্রশ্নপত্র বেস্ট ঠিকঠাক এসেছে বড় প্রশ্ন যথেষ্ট কমন ছিল এমসিকিউ একটু কঠিন ছিল।

শেষের দিকে তবে পরীক্ষা মোটামুটি ভালই হয়েছে। কোন প্রশ্ন সে ছেড়ে আসেনি। লেকটাউন গভারমেন্ট স্পন্সরড গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থীর সুস্মিতা গড় জানিয়েছেন, প্রশ্ন একটু বড় ছিল সব প্রশ্নই প্রায় কমন। সব প্রশ্নের উত্তরই সে করেছে।