সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দি’নে জ’ন্মা’নো শিশুদের থেকে কতটুকু আলাদা হয় রা’তে জ’ন্মা’নো শিশুরা? কেমন হয় তাদের স্বভাব? জানুন

তথ্য ১: এমনটা মনে করা হয় সূর্য ডোবার পরে অর্থাৎ চাঁদের উপস্থিতিতে যে সকল শিশুরা জন্ম গ্রহণ করে তারা অনেক ভাবুক প্রকৃতির হয় এবং এদের শিল্পকলার প্রতি অনেক বেশি নজর থাকে। গান,আঁকা এরা শিল্পজগতে ডুবে থাকতে ভালবাসে এবং এরা অনেক দূরদর্শী ও হয়।

তথ্য ২: রাতে যে সকল শিশুর জন্ম নেয় তারা বাবার তুলনায় মাকে বেশি ভালোবাসে। ছোট ছোট ছোটো বিষয় এর উপর এদের নজর থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় এরা সবদিক বুঝে শুনে বিচার করে তবেই সিদ্ধান্ত নেয়।

তথ্য ৩: এরা খুব আত্মবিশ্বাসী হয়। এরা দিনের বেলার তুলনায় রাতের বেলায় মানুষের সাথে মিশতে বেশি ভালবাসে।যেহেতু এরা রাতের বেলা জন্ম গ্রহণ করে থাকে সেই কারণে এরা রাতের বেলায় অনেক বেশি অ্যাক্টিভ থাকে।

তথ্য ৪: রাতের বেলা জন্মগ্রহণ করার কারণে এরা খুব উৎসাহ প্রবন হন। এদের কল্পনা শক্তি ক্ষমতা এতটাই বেশি সেই কারণে তারা ক্রিয়েটিভ ফিল্ডে অনেক সুনাম অর্জন করে থাকে।

তথ্য ৫: এরা খুব বুদ্ধিমান ও সমালোচক হন। চারপাশে এদের কি ঘটছে সেইদিকে তাদের খুব নজর থাকে। এক কথায় বলা যেতে পারে তারা ভীষণ বুদ্ধিমান হয়।